সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে পাক বর্বরতার প্রতিবাদে কড়া পদক্ষেপ করবে ভারত, সেনাপ্রধান বিপিন রাওয়াতের এই বয়ানের পরই পালটা হুমকি দিল পাকিস্তান। পাক সেনার মুখপাত্র আসিফ গফুরের হুমকি, পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু আমরা শান্তির পথে হাঁটতে চাই। এদিকে পাক সেনার মন্তব্যের পালটা দিয়েছেন সেনাপ্রধান রাওয়াতও। তিনি বলেন, আলোচনা এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।
একের পর যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সীমান্তে বর্বরতার প্রতিবাদে দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করেছে ভারত। আর তা নিয়ে আন্তর্জাতিক মহলে ভারতের তীব্র সমালোচনা শুরু করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী খোদ ভারতের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এবার পাক সেনা ভারতের উদ্দেশ্যে রণহুঙ্কার ছাড়ল। পাক সেনার মুখপাত্র জেনারেল আসিফ গফুর বলেন, “পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু আমরা দু’দেশের মানুষের কথা ভেবে শান্তির পথে হাঁটতে চেয়েছি।” পাক সেনার মুখপাত্র আরও দাবি করেন, “সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ে পাকিস্তানের ইতিহাস পুরনো। আমাদের শান্তি স্থাপনের চেষ্টাকে দুর্বলতা ভাবলে ভারত ভুল করবে।”
পাক সেনার এই হণ-হুঙ্কার নিয়ে সরাসরি কিছু না বললেও দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করার সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেছেন ভারতের সেনা প্রধান। তিনি বলেন, “সন্ত্রাসবাদ আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। আমার মনে হয় সরকার সঠিক সিদ্ধান্তই নিয়েছে। পাকিস্তান চায় না কাশ্মীরে শান্তি ফিরুক। কাশ্মীরের যুব সমাজকে বিপথে চালনা করছে তারা।”
Pakistan wants these types of trouble (violence) to continue in Kashmir. They want that peace shouldn’t return in this area. They’re trying to radicalise the youth of Kashmir. Pakistan has decided to bleed India with a thousand cuts: Army Chief
— ANI (@ANI)
It’s not that India & Pakistan Army went together. So any kind of joint activity which is being carried out in a multinational type of environment, most of these countries wanted India to participate: Army Chief General Bipin Rawat on Military Exercise at SCO Summit
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.