Advertisement
Advertisement
Nigeria

নাইজেরিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকে এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষের মৃত অন্তত ২১

আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

Road accident in Nigeria kills atleast 21

প্রতীকী ছবি।

Published by: Subhodeep Mullick
  • Posted:July 7, 2025 8:46 pm
  • Updated:July 7, 2025 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাইজেরিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ২১ জনের। আহতের হয়েছেন তিনজন। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের কানো রাজ্যে।

Advertisement

জানা গিয়েছে, এদিন রাতে বেপরোয়া গতিতে একটি যাত্রীবাহী গাড়ি জারিয়া-কারো এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরই উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ এবং যাত্রীদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন ১৯জন পুরুষ এবং ২জন মহিলা। তবে দুর্ঘটনায় ট্রাক এবং গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

নাইজেরিয়ার ট্রাফিক পুলিশের এক আধিকারিক বলেন, “প্রাথমিক তদন্তের পর আমরা জানতে পেরেছি যাত্রীবাহী গাড়িটি ট্রাফিক আইন লঙ্ঘন করে বেপরোয়া গতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারানোর কারণেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। তবে আহতদের অবস্থাও আশঙ্কাজনক।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement