Advertisement
Advertisement
Pakistan

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি, পাকিস্তানে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত একই পরিবারের ১১

কী কারণে দুর্ঘটনাটি ঘটল?

Road Accident in Pakistan killed at least 11

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:September 26, 2025 4:44 pm
  • Updated:September 26, 2025 4:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের দেরা ইসমাইল খান জেলায় ভয়াবহ দুর্ঘটনা। গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের অন্তত ১১ জনের। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী গাড়িটি দেরা ইসমাইল খান থেকে জোহোব জেলার উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরই গাড়িটি নিয়ন্ত্রণে হারায় এবং পাশের একটি খাদে গিয়ে পড়ে। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধরকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুর্ঘটনায় একই পরিবারের অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু উদ্ধারকারী দল জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।

কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল? প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, যাত্রাপথে গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপরই গাড়িটি নিয়ন্ত্রণে হারিয়ে খাদে গিয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। বাকি দেহগুলির খোঁজে চলছে তল্লাশি। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ