Advertisement
Advertisement
Russia

মুহুর্মুহু ড্রোন-মিসাইল হামলা, রুশ আক্রমণে ফের রক্তাক্ত ইউক্রেন, মৃত অন্তত ৪

আহত হয়েছেন বহু।

Russia again attacks Ukraine, at least 4 killed
Published by: Subhodeep Mullick
  • Posted:September 28, 2025 6:58 pm
  • Updated:September 28, 2025 6:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার আক্রমণে ফের রক্তাক্ত ইউক্রেন। রবিবার রাজধানী কিয়েভে মুহুর্মুহু ড্রোন এবং মিসাইল হামলা চালাল রুশ সেনা। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু। মৃতদের মধ্যে রয়েছে ১২ বছরের এক কিশোরী।

Advertisement

ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, একশোরও বেশি মিসাইল এবং ড্রোন নিয়ে এদিন ইউক্রেনের রাজধানীতে হামলা চালিয়েছে রাশিয়া। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। আহত হয়েছেন অসংখ্য মানুষ। রুশ আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছে বহু বাড়িঘর। শুধু তাই নয়, একাধিক বহুতল এবং ভবনে আগুন লেগে গিয়েছে। মোট ১২ ঘণ্টারও বেশি সময় ধরে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, “মস্কো এই যুদ্ধ এবং হত্যালীলা চালিয়ে যেতে চায়। তাদের এই আগ্রাসন আমরা প্রতিহত করব। কূটনৈতিকভাবে এর মোকাবিলা করব। আমরা আমেরিকা, ইউরোপ, জি-৭ এবং জি-২০-এর কাছ থেকে একটি কঠোর প্রতিক্রিয়া আশা করছি।”

উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। এই অবস্থায় শোনা যাচ্ছে, ট্রাম্পের সঙ্গে ফের দেখা করতে চলেছেন জেলেনস্কি। তাঁর দাবি, ইউক্রেনের জন্য নিরাপত্তার গ্যারান্টি ও রাশিয়ার উপর নিষেধাজ্ঞার জারির বিষয়ে আলোচনা করবেন তিনি। কিয়েভের দাবি, যদি রাশিয়া যুদ্ধবিরতির পথে না হাঁটে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা লাগু করা হোক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ