Advertisement
Advertisement
Ukrainian vessel

রাশিয়ার হামলায় ডুবল ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ, মৃত একাধিক

মারণ সেই হামলার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Russia hits Ukrainian vessel, killing 2 crew members
Published by: Amit Kumar Das
  • Posted:August 29, 2025 2:01 pm
  • Updated:August 29, 2025 2:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থলসেনাকে তছনছ করার পর এবার জলপথেও মারণ হামলা। রাশিয়ার ড্রোন হামলায় ডুবল ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ সিমফেরোপোল। এই হামলায় এখনও পর্যন্ত দুই নৌসেনাকর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি নিখোঁজ আরও অনেক। শুরু হয়েছে উদ্ধারকাজ। মারণ সেই হামলার এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

এক দশকেরও বেশি সময় ইউক্রেনের বৃহত্তম জাহাজ হিসেবে পরিচিত ছিল সিমফেরোপোল। রেডিও, ইলেকট্রনিক, রাডার এবং অপটিক্যাল দিয়ে সজ্জিত এই জাহাজটি লাগুনা শ্রেণির। এতে যুদ্ধাস্ত্র হিসেবে ছিল ৩০ মিমি একে ৩০৬ আর্টিলারি সিস্টেম। রুশ প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানা যাচ্ছে, গতকাল রাতে ইউক্রেনের দাবিউব নদীতে অবস্থিত এক যুদ্ধজাহাজে নৌসেনার কামিকাজি সমুদ্র ড্রোন দিয়ে আঘাত হানা হয়। মুহূর্তের মধ্যে ব্যাপক বিস্ফোরণের সঙ্গে জলসমাধি হয় জাহাজটির। রুশ হামলায় জাহাজডুবির কথা স্বীকার করে নিয়েছে ইউক্রেনের নৌসেনা।

রুশ সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে জানানো হয়েছে, ইউক্রেনের জাহাজ ধ্বংস করতে রুশ সমুদ্র ড্রোনের এটাই প্রথম সফল ব্যবহার। ইউক্রেনের নৌবাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই হামলায় এখনও পর্যন্ত দুজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। পাশাপাশি অনেকেই এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও একাধিকজনকে।

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে দীর্ঘদিন ধরেই তৎপর আমেরিকা। খোদ পুতিনের সঙ্গে এই ইস্যুতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তাতে কোনও সমাধানসূত্র বের হয়নি। শান্তির শর্তে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে রাশিয়ার তরফে। যে প্রস্তাবে রাজই নন জেলেনস্কি। এই অবস্থায় দুই দেশের মধ্যে যুদ্ধের ঝাঁজ আরও বেড়েছে। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়ংকর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যে হামলায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৪৮ জন। এরইমাঝে এবার জলপথে শুরু হল হামলা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement