Advertisement
Advertisement
Russia

হৃদয়ে হামলার প্রতিশোধ রাশিয়ার, রাতভর ইউক্রেনে হানা শতাশিক রুশ ড্রোনের, আছড়ে পড়ল মিসাইলও

রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইউক্রেন।

Russia launches 3 missiles, 133 drones in overnight attack in Ukraine
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 12, 2025 4:40 pm
  • Updated:March 12, 2025 4:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার রাশিয়ায় আগুন ঝরায় ইউক্রেন। ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলায় বিপর্যস্ত হয় রাজধানী মস্কো। ইউক্রেনীয় সেনা আক্রমণ শানায় অন্যত্রও। যার প্রতিশোধ নিতে পালটা ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাতভর ভলোদিমির জেলেনস্কির দেশে হানা দেয় ১৩৩টি রুশ ড্রোন। আছড়ে পড়ে ৩টি মিসাইলও। 

Advertisement

আজ বুধবার ইউক্রেনের সেনা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, গতকাল সারারাত ধরে রাশিয়া ১৩৩টি ড্রোন দিয়ে হামলা চালায়। শুধু তাই নয়, ৩টি ক্ষেপণাস্ত্রও ছোড়ে। তবে মস্কোর এই হামলা প্রতিরোধ করা গিয়েছে। ৯৮টিকে গুলি করে নামিয়ে দিয়েছে বায়ুসেনা। অন্য ২০টি ড্রোন লক্ষ্যে পোঁছতেই পারেনি। উল্লেখ্য, সোমবার সব মিলিয়ে ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন আছড়ে পড়ে রাশিয়ায়। যার মধ্যে ৯১টি মস্কোয় আঘাত হানে। ১২৬টি কার্স্ক অঞ্চলে পড়ে। এমনটাই দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের। এই হামলাকেই মনে করা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন আক্রমণ!

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে যান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আর সেখানেই আলোচনা চলাকালীন বাদানুবাদে জড়ান দুই রাষ্ট্রনেতা। তুমুল বচসার পর জেলেনস্কি ও তাঁর প্রতিনিধি দলকে হোয়াইট হাউস ছাড়ার নির্দেশ দেন ট্রাম্প। তারপরেই মার্কিন প্রতিরক্ষা দপ্তর সূত্রে খবর মেলে, ইউক্রেনের জন্য সমস্ত সামরিক সহায়তা বন্ধ করছে আমেরিকা। যতদিন পর্যন্ত না শান্তি স্থাপনের জন্য ইউক্রেনের নেতারা রাজি হবেন, ততদিন পর্যন্ত সামরিক সহায়তা বন্ধ থাকবে। কিন্তু এরপর ফের সেই জট খুলতে চেষ্টা করেন জেলেনস্কি। অবশেষে তিনি শান্তির লক্ষ্যে এক কদম বাড়িয়েছেন। সৌদি আরবের জেদ্দার বৈঠকে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইউক্রেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ