Advertisement
Advertisement

Breaking News

S-400

‘সিঁদুরে’ ছারখার পাক মিসাইল! ছাব্বিশেই মস্কো থেকে ভারতে আসছে রক্ষাকবচ ‘সুদর্শন চক্র’

২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারে ৫টি এস-৪০০ কেনার চুক্তি করে ভারত।

Russia will complete deliveries of S-400 missile to India in 2026
Published by: Subhodeep Mullick
  • Posted:September 23, 2025 5:19 pm
  • Updated:September 23, 2025 5:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে পাক মিসাইলকে ছারখার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা। যা ভারতের ‘সুদর্শন চক্র’ নামেও পরিচিত। ইতিমধ্যেই শোনা গিয়েছে, সেই এস-৪০০ মিসাইলের সংখ্যা বাড়াতে বদ্ধপরিকর প্রতিরক্ষা মন্ত্রক। তার মাঝেই এল সুখবর। ভারত-রাশিয়ার পূর্ববর্তী চুক্তি অনুযায়ী ২০২৬ সালে নয়াদিল্লির হাতে পঞ্চম এস-৪০০ মিসাইলটি তুলে দিতে চলেছে মস্কো। এমনটাই জানিয়েছে সেদেশের একটি সংবাদমাধ্যম।

Advertisement

সোমবার ওই রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, ‘সুদর্শন চক্র’ নিয়ে ভারতের সঙ্গে রাশিয়ার পূর্ববর্তী একটি চুক্তি ছিল। সেই অনুযায়ী, পাঁচটি এস-৪০০ মিসাইল ভারতে সরবরাহ করার কথা ছিল মস্কোর। তার মধ্যে চারটির সরবরাহ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পঞ্চমটি আগামী বছর সরবরাহ করা হবে। উল্লেখ্য, চিনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের জেরে ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারে ৫টি এস-৪০০ কেনার চুক্তি করে ভারত। তবে সেই সরবরাহ নানা কারণে বিলম্বিত হয়।

প্রসঙ্গত, রাশিয়ায় তৈরি এই ‘সুরক্ষাকবচ’। আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে ‘সুদর্শন চক্র’। ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। পাকিস্তান ও চিনকে নজরে রেখে ৩টি এস-৪০০ বা সুদর্শন মোতায়েন রয়েছে রাজস্থান, পাঞ্জাব ও উত্তর-পূর্বে। এই প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ ৪০০ কিলোমিটার হওয়ায় ভারতের উত্তর, পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চল সম্পূর্ণরূপে নিরাপদ। অপারেশন সিঁদুরের সময় এর মারণ ক্ষমতা প্রত্যক্ষ করেছিল গোটা বিশ্ব। পাকিস্তানের লাগাতার হামলা রুখে দিয়েছিল এই ‘সুদর্শন চক্র’। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ