Advertisement
Advertisement
Ukraine

ইউক্রেনে সেনার ট্রেনিং গ্রাউন্ডে আছড়ে পড়ল রুশ মিসাইল! মৃত অন্তত ৩

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

Russian missiles hit Ukrainian army training ground, killing at least 3 soldiers
Published by: Subhodeep Mullick
  • Posted:July 30, 2025 8:44 pm
  • Updated:July 30, 2025 8:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে ফের মিসাইল হামলা চালাল রাশিয়া। সেনার ট্রেনিং গ্রাউন্ডে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩ জন সেনাকর্মীর। আহতের সংখ্যা ১৮।

Advertisement

মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘চেরনিহিভ প্রদেশের হোনচারিভস্কে অঞ্চলে ইউক্রেন সেনার ১৬৯তম ট্রেনিং গ্রাউন্ড গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযানে ব্যবহৃত হয়েছে দু’টি ইসকানদার মিসাইল এবং বেশ কিছু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র।’ শুধু তাই নয়, রাতভর ইউক্রেনের ঘন জনবসতিপূর্ণ এলাকাগুলিতেও রাশিয়ার সেনার তরফে মুহুর্মুহু ড্রোন হামলা করা হয়েছে বলে খবর। এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে ইউক্রেনের বায়ু সেনার তরফে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান। সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী হয়েছিল রাশিয়া। যুদ্ধের কারণগুলি সমূলে উৎখাত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি শান্তি ফেরানো-এই দুই লক্ষ্য নিয়েই আলোচনায় বসতে চান পুতিন। কিন্তু তারপরও ভেস্তে যায় সেই সম্ভাবনা। ফলে শান্তি ফেরানোর প্রক্রিয়া বিশ বাঁও জলেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ