Advertisement
Advertisement
Russia

নিখোঁজ রুশ বিমানও দুর্ঘটনার শিকার! ৫০ জন যাত্রীরই মৃত্যুর আশঙ্কা

চিন সীমান্তবর্তী আমুর অঞ্চলে ঘটনাটি ঘটে।

Missing Russian plane crashed, burning fuselage found, no survivors

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 24, 2025 12:12 pm
  • Updated:July 24, 2025 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ৫০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল রুশ বিমান! যার গন্তব্য় ছিল রাশিয়ার আমুর প্রদেশের চিন সীমান্তবর্তী শহর টিন্ডা। যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই খবর।

Advertisement

রুশ সংবাদ সংস্থা তাস সূত্রে খবর, বিমানটি সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের মালিকানাধীন। রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশের টিন্ডা শহরে যাচ্ছিল সেটি। যা চিন সীমান্তবর্তী। জানা গিয়েছে, ছয় বিমানকর্মী-সহ প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। মাঝ আকাশেই হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু চেষ্টা করেও বিমানটির কোনও খোঁজ মেলেনি। তারপর সেটি খোঁজার জন্য় একটি হেলিকপ্টার পাঠানো হয়। খানিক পরে নিখোঁজ হয়ে যাওয়া বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়। যা দেখে তদন্তকারীরা ৫০ জনেরই মৃত্যুর আশঙ্কা করছেন। 

এই ঘটনা নিয়ে প্রথমে রাশিয়ার স্থানীয় আপৎকালীন বিষয়ক মন্ত্রক জানায়, বিমানটি সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের মালিকানাধীন ছিল। আমুর প্রদেশের গভর্নর ভাসিলি ওরলভও সোশাল মিডিয়ায় জানান, যাত্রীদের মধ্যে পাঁচ জন শিশু রয়েছে। বিমানটিকে খুঁজতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে। কিন্ত খানিক পরেই বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement