সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলিতে (Diwali) বিরাট কোহলির (Virat Kohli) সই করা ব্যাট উপহার পেলেন ঋষি সুনাক (Rishi Sunak)। ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে সেই ব্যাট তুলে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। উপহারের পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তাও পৌঁছে দেন সুনাকের কাছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বাসভবনেই দীপাবলি পালন করেন জয়শংকর। প্রসঙ্গত, পাঁচদিনের জন্য ব্রিটেন সফরে পৌঁছেছেন বিদেশমন্ত্রী। এই সফরেই মুক্ত বাণিজ্যচুক্তি নিয়েও আলোচনা হতে পারে।
ডাউনিং স্ট্রিটে দুই মন্ত্রীর দীপাবলি পালনের ছবিও পোস্ট করেন জয়শংকর। সেখানেই দেখা যায়, সুনাকের হাতে ক্রিকেট ব্যাট তুলে দিচ্ছেন বিদেশমন্ত্রী। বিরাট কোহলির সই করা সেই ব্যাট হাতে নিয়ে জয়শংকরের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী। এছাড়াও দীপাবলির উপহার হিসাবে একটি গণেশের মূর্তিও তুলে দেন জয়শংকর।
Delighted to call on Prime Minister on Day. Conveyed the best wishes of PM .
India and UK are actively engaged in reframing the relationship for contemporary times.
Thank Mr. and Mrs. Sunak for their warm reception and gracious hospitality.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar)
রবিবার দীপাবলির সন্ধ্যায় স্ত্রী কয়োকোকে নিয়ে লন্ডনে পৌঁছন বিদেশমন্ত্রী। তার পরই ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে দীপাবলি পালন করতে দেখা যায় তাঁকে। টুইট করে বিদেশমন্ত্রী জানান, “দীপাবলির দিন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) তরফে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। বর্তমান পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে ভারত ও ব্রিটেন দুই দেশই কাজ চালিয়ে যাচ্ছে।”
রবিবার লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরেও যান বিদেশমন্ত্রী। দীপাবলি পালনের পাশাপাশি প্রাবসী ভারতীয়দের উদ্দেশে বক্তৃতাও দেন। নানা ক্ষেত্রে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরে জয়শংকর বলেন, ভারত ও ব্রিটেনের সম্পর্ক আরও মজবুত করতে আলোচনা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.