ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন চোখরাঙানিকে তুচ্ছ করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করছে ভারত। সূত্রের খবর, আগামী সপ্তাহেই মস্কো যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। দিনদুয়েকের রাশিয়া সফরে তিনি বৈঠক করতে পারেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। উল্লেখ্য, গত সপ্তাহেই রাশিয়ায় গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে এবার রাশিয়ায় যাচ্ছেন জয়শংকর।
রাশিয়া থেকে তেল আমদানির শাস্তিস্বরূপ ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই সিদ্ধান্তের প্রতিবাদ করে দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, ‘গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়টিকে টার্গেট করেছে আমেরিকা। এই বিষয়ে আমরা নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছি। বাজারের পরিস্থিতি এবং দেশের ১৪০ কোটি মানুষের শক্তিসম্পদের চাহিদার দিকে নজর রেখে আমদানি করা হয়। অন্য বহু দেশ নিজেদের জাতীয় স্বার্থের কথা ভেবে একই কাজ করছে। কিন্তু আমেরিকা কেবল ভারতের উপরেই অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে, এটা যথেষ্ট দুর্ভাগ্যজনক।’
ভারত-মার্কিন শুল্ক-সংঘাতের মাঝেই ‘বন্ধু রাষ্ট্র’ রাশিয়ায় গিয়েছিলেন ডোভাল। ক্রেমলিনে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাঁদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে রুশ সংবাদমাধ্যম সূত্রে। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বিশদে কিছু জানা যায়নি।
এবার রাশিয়ায় যাচ্ছেন বিদেশমন্ত্রী। উল্লেখ্য, ৫০ শতাংশ শুল্ক চাপার পরে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর জয়শংকরের রাশিয়া সফরের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। সূত্রের খবর, ২০ এবং ২১ আগস্ট রাশিয়ায় থাকবেন জয়শংকর। তবে তেল কেনা বা দুই দেশের সম্পর্ক মজবুত করা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে কিনা, সেই নিয়ে কোনও কিছু জানা যায়নি। তবে রুশ তেল আমদানি নিয়ে আমেরিকা যতই রক্তচক্ষু দেখাক না কেন, ভারত তাতে পাত্তা দিচ্ছে না তার প্রমাণ ডোভাল-জয়শংকরের রুশ সফর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.