Advertisement
Advertisement
S Jaishankar

‘অশান্ত বিশ্বে ভারত-চিনের মুক্ত আলোচনা জরুরি’, বেজিং পৌঁছে বার্তা জয়শংকরের

গালওয়ান সংঘাতের পর প্রথম চিন সফরে জয়শংকর।

S Jaishankar Urges Open Dialogue With China Amid Complex Global Situation
Published by: Amit Kumar Das
  • Posted:July 14, 2025 12:39 pm
  • Updated:July 14, 2025 12:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রুতা পেরিয়ে চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে মুক্ত আলোচনার পক্ষে সওয়াল বিদেশমন্ত্রী এস জয়শংকরের। এসসিও বৈঠক উপলক্ষে সোমবার বেজিং সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী। সেখানে চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝোং-এর সঙ্গে সাক্ষাৎ করে তিনি বার্তা দিলেন, ‘অশান্ত বিশ্বে ভারত-চিনের একে অপরের প্রতি সহযোগিতা ও মুক্ত আলোচনা হওয়া জরুরি।’

Advertisement

২০২০ সালে লাদাখের গালওয়ানে ভারত-চিন সংঘাতের পর প্রথম চিন সফরে এসেছেন বিদেশমন্ত্রী জয়শংকর। তবে গালওয়ান সংঘাত পেরিয়ে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা কিছুটা স্থিতিশীল পর্যায়ে হলেও দুই দেশের কূটনৈতিক সংঘাত এখনও জারি। অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সহায়তা করেছিল চিন। শুধু তাই নয়, দলাই লামা ইস্যুতেও টানাপোড়েন চলছে দুই দেশের। এই উত্তপ্ত সময়েই জয়শংকরের এই চিন সফর কূটনৈতিক আতশকাঁচের নিচে। সোমবার বেজিংয়ে পা রেখে বিদেশমন্ত্রী বলেন, ‘বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে। এই কঠিন সময়ে ভারত ও চিনের মধ্যে আলোচনা ও দৃষ্টিভঙ্গির উন্মুক্ত বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের সময় এই ধরনের আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

শুধু তাই নয়, দীর্ঘ ৫ বছর পর তিব্বত অঞ্চলে কৈলাস ও মানস সরোবর যাত্রা পুনরায় চালু হওয়ার কথা জানান জয়শংকর। তিনি বলেন, এই পদক্ষেপ ভারতে ভীষণভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, ‘গতবছর কাজানে মোদি ও জিনপিংয়ের বৈঠকের পর দুই দেশের সম্পর্ক উন্নতির দিকে গিয়েছে। আমি নিশ্চিত এই সফরে সেই আলোচনা আরও ইতিবাচক দিকে গড়াবে।’

উল্লেখ্য, এর আগে চিন সফরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এরপর এসসিও বৈঠকে যোগ দিতে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার বেজিং গেলেন বিদেশমন্ত্রী জয়শংকর। জানা যাচ্ছে, এই সফরে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি অন্যান্য দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করারও কথা রয়েছে তাঁর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement