সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে দু’মাস পেরিয়ে গিয়েছে ‘অপারেশন সিঁদুর’-এর। তবু তা নিয়ে চর্চা অব্যাহত। এবার বিদেশি উপগ্রহচিত্র বিশ্লেষক ড্যামিয়েন সাইমন দাবি করলেন, ওই অপারেশনের সময়ই ভারতের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল কিরানা পাহাড়েও। সেখানেই পরমাণু অস্ত্রের ঘাঁটি তৈরি করেছে পাকিস্তান! এই দাবি নিয়ে অবশ্য এখনও নয়াদিল্লি কিংবা ইসলামাবাদ মুখ খোলেনি। তবে এর আগে ভারতীয় সেনা কিন্তু জানিয়েছিল, কিরানা হিলসে কোনও হামলা চালানো হয়নি।
প্রসঙ্গত, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সারগোদা জেলায় অবস্থিত এই পাহাড়ি এলাকা পাকিস্তানের সেনাবাহিনীর অন্যতম বড় ঘাঁটি। মনে করা হয়, পাকিস্তানের হাতে যে ১৭০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। সেই তালিকায় আছে এই কিরানা হিলও। সেই পাহাড়ই ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা শুরু হয়েছিল আগেই। এবার সামনে এল গত মাসে গুগল আর্থের নতুন ছবি। সেই তথ্য খতিয়ে দেখে সাইমন দাবি করেছেন, মে মাসে ওই এলাকার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি উপগ্রহ চিত্রে পরিষ্কার দেখা যাচ্ছে। সেই সঙ্গেই তিনি যে আরেকটি ছবি দেখিয়েছেন সেটি সারাগোধা বিমান ঘাঁটির। সেখানেও ভারত হামলা চালিয়েছিল। কিন্তু বর্তমান ছবিটিতে সারিয়ে তোলা রানওয়ে দেখা যাচ্ছে।
Imagery update from Google Earth of the Sargodha region, Pakistan, captured in June 2025, shows –
1 – the impact location of India’s strike on Kirana Hills in May 2025
2 – repaired runways at Sargodha airbase post India’s strikes in May 2025— Damien Symon (@detresfa_)
‘অপারেশন সিঁদুর’-এর পর কিরানা হিলস ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ব্যাপক জল্পনা শুরু হয় সোশাল মিডিয়ায়। ভারত সেখানে হামলা চালিয়েছে কিনা প্রশ্ন করা হলে এয়ার মার্শাল এ কে ভারতী স্পষ্ট ভাষায় সে দাবি খারিজ করে জানান, ‘‘না, এমন কোনও জায়গায় হামলা চালায়নি ভারত।’’ তাঁকে পরিষ্কার বলতে শোনা যায়, ‘‘কিরানা হিলসে যে পরমাণু ঘাঁটি রয়েছে এ তথ্য আমাদের দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এমন কোনও তথ্য আমাদের কাছে নেই। তবে কিরানা হিলসে আমরা হামলা চালাইনি। সেখানে যাই থাকুক না কেন।” এবার ফের বিতর্ক ছড়াল ড্যামিয়েন সাইমনের দাবি ঘিরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.