Advertisement
Advertisement

মাঝ আকাশে সেলফি, দরজা খোলাতেই ভাঙল শাকিবের হেলিকপ্টার

অল্পের জন্য রক্ষা পেলেন শাকিব আল হাসান।

Selfie is the reason behind Shakib's Helicoper crash
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 17, 2016 2:12 pm
  • Updated:September 17, 2016 2:16 pm   

সুকুমার সরকার, ঢাকা: প্রকাশ্যে এল গতকাল শাকিব আল হাসানের হেলিকপ্টার বিপর্যয়ের আসল কারণ| কোনওরকম যান্ত্রিক গোলযোগ নয়, মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় হেলিকপ্টারটির দরজা খুলে সেলফি তুলছিলেন যাত্রী শাহ আলম। আর এই কারণেই ভেতরে হাওয়া ঢুকে ভেঙে পড়ে  হেলিকপ্টারটির। এর আগেই ওই হেলিকপ্টার থেকে নেমে যান বলে প্রাণে বেঁচেছেন বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসান।

Advertisement

কক্সবাজারে যাত্রীবাহী হেলিকপ্টার ভেঙে পড়ার কারণ হিসেবে সেলফি তোলাকেই দায়ী করেছেন হেলিকপ্টারটির মালিকপক্ষের কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী। শাহ আলম পাইলটের পাশের সিটেই বসে ছিলেন। তিনি পাইলটের কথা না শুনে দরজা খুলে ছবি তুলতে থাকেন। ভেতরে বাতাস ঢুকে হেলিকপ্টার নিচে পড়ে যায়। শাহ আলম (৩২) নিহত হন। ঢাকার বেঙ্গল বে নামে বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা তিনি। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার হোটেল রয়েল টিউলিপে ক্রিকেটার সাকিব আল হাসানকে পৌঁছে দিয়ে ঢাকা ফিরছিলো মেঘনা এভিয়েশনের মালিকানাধীন হেলিকপ্টারটি। এ সময় রেজু নদী সংলগ্ন স্থানে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। দুর্ঘটনায় হয়ে ৫ জন জখম হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস