Advertisement
Advertisement
Shigeru Ishiba

পদত্যাগের সিদ্ধান্ত জাপানের প্রধানমন্ত্রীর, দলে ভাঙন ঠেকাতেই সিদ্ধান্ত!

পদত্যাগের দাবি তুলেছেন তাঁর নিজের দলের দক্ষিণপন্থী নেতারাই।

Shigeru Ishiba to resign from prime minister post to stop party split

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 7, 2025 2:06 pm
  • Updated:September 7, 2025 2:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেঙে যাচ্ছে দল। ভাঙন আটকানোর একমাত্র পথ পদত্যাগ। এবার সেই পথেই হাঁটছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রবিবার সেদেশের সরকারি সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়েছে।

Advertisement

জাপানের ক্ষমতায় রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। গত বছর ক্ষমতায় আসে এলডিপি-র নেতৃত্বাধীন জোট। জানা গিয়েছে এরই মধ্যে সংসদের দুই কক্ষের নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইশিবার দল। এই পরাজয়ের ফলে ইশিবার জোটের নীতিগত অবস্থানগুলির বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়েছে। দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন তাঁর নিজের দলের ডানপন্থী নেতারা। জুলাইয়ের নির্বাচনে পরাজয়ের দায়িত্ব নিয়ে পদ থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে তাঁকে। জাপানের কৃষিমন্ত্রী এবং একজন প্রাক্তন প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় ইশিবার সঙ্গে দেখা করেছেন বলে জানা গিয়েছে।

দলের মধ্যে ভাঙন আটকাতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। যদিও প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। যদিও জানা গিয়েছে, রবিবার সাংবাদিক সম্মেলন করবেন তিনি। সোমবার নতুন নেতা নির্বাচনের জন্য ভোট হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে দলের অন্দরে।

গত মাসেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করেছে জাপান। জাপানের সঙ্গে ১৫ শতাংশ শুল্কের রফা করেছে জাপান। বৃহস্পতিবার জাপানি গাড়ির উপর থেকে ২৭.৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। যদিও টোকিও-র তরফে একজন আলচনায় থাকা এক আধিকারিক জানিয়েছেন বাণিজ্য চুক্তি এখনও সম্পূর্ণ হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ