সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিশিগানের চার্চে বন্দুকবাজের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪ হয়েছে। আহত ৮। পুলিশ গুলি করে হত্যা করেছে হামলাকারীকে। সব মিলিয়ে মর্মান্তিক ওই ঘটনায় রীতিমতো আতঙ্কের সঞ্চার হয়েছে এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমেছে।
ঘটনাটি ঘটেছে ডেট্রয়েট থেকে প্রায় ৫০ মাইল উত্তরে অবস্থিত গ্র্যান্ড ব্ল্যাঙ্কের চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টসে। স্থানীয় পুলিশকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি গির্জার মূল ফটক খোলা পেয়ে গাড়ি চালিয়ে ভেতরে ঢুকে পড়ে। সেখানে ছিল দু’টি আমেরিকান পতাকা। এরপরে সেখান থাকা লোকজনের উপরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তদন্তকারীদের অনুমান, ইচ্ছাকৃত ভাবেই আঘুন লাগিয়ে দেওয়া হয় ওই চার্চে।
জানা গিয়েছে, হামলার ৩০ সেকেন্ডের মধ্যেই ৯১১-তে ফোন করে দেওয়া হয়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ৮ মিনিটের মধ্যেই হামলাকারী খতম হয় বলেও দাবি। সে অবশ্য হামলার পর সেখান থেকে অন্তর্হিত হতে চেয়েছিল। কিব্তু দু’জন পুলিশ অফিসার দ্রুত তাকে ধাওয়া করে। তাদের মধ্যে গুলি বিনিময়। আর তাতেই নিকেশ হয় সে। হামলার কয়েক ঘণ্টা পরও চার্চ থেকে আগুনের শিখা বেরতে দেখা গিয়েছে।
মনে করা হচ্ছে, হামলকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড ওরফে জ্যাক। বয়স ৪০। কিন্তু কেন সে রবিবার সন্ধ্যায় ওই হামলা চালাল সে সম্পর্কে তদন্তকারীরা কিছু জানাননি। তবে এটা জানানো হয়েছে সে ২০০৪ সালে হাই স্কুল থেকে পাশ করে। সে মার্কিন নৌসেনায় ছিল ২০০৮ সাল পর্যন্ত। এমনকী বেশ কিছু মেডেলও জেতে সে। ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত সে বদলি হয়ে যায় ইরানে। এই সমস্ত তথ্যই হাতে এসেছে তদন্তকারীদের। কেন সেই রাস্তা বেছে নিল তা জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে ঘটনার কথা জানতে পেরেই হুঁশিয়ার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ক্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। দুষ্কৃতীরা ছাড় পাবে না। যদিও আমেরিকার মাটিতে এহেন হামলার ঘটনা প্রথমবার নয়। এর আগেও দেশটির একাধিক প্রান্তে এহেন হামলার ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে মানসিকভাবে বিপর্যস্ত কোনও ব্যক্তি হাতে বন্দুক নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাচ্ছেন। মাত্র একদিন আগেই বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছিল আমেরিকা। একটি বোট থেকে এক রেস্তরাঁ লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী। প্রাণ হারান অন্তত তিনজন। আহত বহু। একদিন যেতে না যেতেই এবার চার্চে বন্দুকবাজ আততায়ীর হামলায় প্রাণ হারালেন নিরীহ মানুষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.