Advertisement
Advertisement
America

৩০ বছর ধরে আমেরিকায় বাস, সেই শিখ বৃদ্ধাকে গ্রেপ্তার মার্কিন অভিবাসন দপ্তরের! তুঙ্গে বিতর্ক

বন্দিজীবন বৃদ্ধার জন্য প্রাণঘাতী হতে পারে বলে আশঙ্কা করছে পরিবার।

Sikh woman in America for over 30 years detained by immigration officials
Published by: Amit Kumar Das
  • Posted:September 15, 2025 5:19 pm
  • Updated:September 15, 2025 5:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ বছর ধরে আমেরিকায় বাস করছেন, কখনও কোনও সমস্যা হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে এবার বিপাকে পড়লেন ৭৩ বছর বয়সি শিখ বৃদ্ধা। সম্প্রতি ওই শিখ বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে মার্কিন অভিবাসন দপ্তর। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন আমেরিকায় বসবাসকারী শিখ সম্প্রদায়।

Advertisement

জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম হরজিৎ কৌর। দুই সন্তানকে নিয়ে গত ৩০ বছর ধরে উত্তর ক্যালিফোর্নিয়াতে বাস করতেন তিনি। কাজ করতেন এক কাপড়ের দোকানে। নাতি-নাতনিদের নিয়ে তাঁদের সংসারে সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু সমস্যা বাঁধে গত সপ্তাহে সোমবার নিয়ম মেনে চেক-ইন করানোর জন্য সান ফ্রান্সিসকোতে অভিবাসন দপ্তরে গিয়েছিলেন তিনি। সেখানেই আধিকারিকদের তরফে জানানো হয়, আমেরিকায় থাকার জন্য বৈধ কাগজপত্র নেই হরজিৎ-এর। এর পরই তাঁকে আটক করে অভিবাসন দপ্তর।

বৃদ্ধার পুত্রবধূ মঞ্জি কৌর জানিয়েছেন, ১৯৯২ সালে দুই সন্তানকে নিয়ে ভারত থেকে আমেরিকা গিয়েছিলেন হরজিৎ। আমেরিকার নাগরিক হওয়ার জন্য তিনি আবেদন জানালেও ২০১২ সালে সে আবেদন খারিজ কয়ে যায়। এরপর থেকে গত ১৩ বছর ধরে প্রতি ৬ মাস অন্তর নিয়মিত অভিবাসন দপ্তরে হাজিরা দিয়ে আসছেন তিনি। সরকারের তরফে তাঁকে আশ্বস্ত করা হয়েছিল প্রয়োজনীয় নথি না মেলা পর্যন্ত কর্মক্ষেত্রের অনুমতিপত্রের ভিত্তিতে আমেরিকায় থাকতে পারবেন তিনি।

এই ঘটনায় মার্কিন প্রশাসনের উপর যারপরনাই ক্ষুব্ধ আমেরিকার শিখ সম্প্রদায়। গত শুক্রবার হরজিতের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। শিখদের দুই সংগঠন ইনডিভিসিবল ওয়েস্ট কন্ট্রা কোস্টা কাউন্টি এবং শিখ সেন্টার-এর প্রতিনিধিরা যোগ দেবেন বৈঠকে। মার্কিন কংগ্রেসের একাধিক রাজনৈতিক নেতাও যোগ দেন সেই বিক্ষোভে। এই ঘটনায় তদন্তের আর্জি জানানোর পাশাপাশি বৃদ্ধা হরজিতকে দ্রুত তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে। হরজিতের পরিবারও রীতিমতো উদ্বিগ্ন। পরিবার জানিয়েছে, ৭৩ বছর বয়স হওয়ায় বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। তাঁর থাইরয়েড সমস্যা, মাইগ্রেন, অ্যাঞ্জাইটি, হাঁটুর সমস্যায় ভুগছেন হরজিৎ। এই অবস্থায় বন্দি জীবন তাঁর জন্য প্রাণঘাতী হতে পারে বলে আশঙ্কা করছে পরিবার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ