Advertisement
Advertisement
Sashi Tharoor

‘সিঁদুরের বদলা রক্ত’, পাকিস্তানকে বিঁধে ওয়াশিংটনে হুঙ্কার থারুরের

আর কী বললেন থারুর?

Sindoor ka badla khoon: Sashi Tharoor defends India's Operation in US briefing
Published by: Subhodeep Mullick
  • Posted:June 5, 2025 9:53 am
  • Updated:June 5, 2025 9:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মে বিবাহিত মহিলারা কপালে সিঁদুর পড়েন। এটি বৈবাহিক পবিত্রতার প্রতীক। কিন্তু জঙ্গিরা নৃশংসভাবে ২৬ জন মহিলার কপাল থেকে তা মুছে দিয়েছে। তাই সিঁদুরেরই বদলা রক্ত। আমেরিকায় দাঁড়িয়ে হুঙ্কার দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

Advertisement

ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিক এবং বৈদেশিক নীতি পর্যবেক্ষকদের মুখোমুখি হয়ে থারুর বলেন, “আমি মনে করি আপারেশন সিঁদুর এই নামটির যথার্থতা রয়েছে। হিন্দু ধর্মে বিবাহিত মহিলারা কপালে সিঁদুর পড়েন। এটি বৈবাহিক পবিত্রতার প্রতীক। কিন্তু জঙ্গিরা নৃশংসভাবে ২৬ জন মহিলার কপাল থেকে তা মুছে দিয়েছে।” তিনি বলেন, “হিন্দিতে একটি কথা রয়েছে – রক্তের বদলা রক্ত। কিন্তু এখানে সিঁদুরের বদলা রক্ত।”

এরপরই ইসলামাবাদকে বিঁধে তিনি বলেন, “ভারত কেবল পাকিস্তানের ১১টি বিমানঘাঁটিতেই আঘাত হানেনি, বরং ইসলামাবাদ প্রকাশ্যে স্বীকার করেছে যে ভারতের প্রত্যাঘাত এতটাই জোরদার ছিল যে তার শব্দ দক্ষিণে হায়দরাবাদ থেকে উত্তর-পশ্চিমে পেশোয়ার পর্যন্ত শোনা গিয়েছিল।”

পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর ভারতের অবস্থান এবং পাকিস্তান কীভাবে প্রত্যক্ষে জঙ্গিদের মদত দিচ্ছে, সেটা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। থারুরের নেতৃত্বে সাত সদস্যের দলটি বর্তমানে আমেরিকার ওয়াশিংটনে রয়েছে। থারুর ছাড়াও এই প্রতিনিধিদলে রয়েছেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য, ভুবনেশ্বর কলিতা এবং শশাঙ্ক মণি ত্রিপাঠী, এলজেপির (রাম বিলাস) শাম্ভবী চৌধুরী, টিডিপি সাংসদ জিএম হরিশ বালাযোগী, শিবসেনার (শিন্ডে গোষ্ঠী) রাজ্যসভার সাংসদ মিলিন্দ দেওরা, জেএমএম সাংসদ সরফরাজ আহমেদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত তারাঞ্জিত সিং।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement