সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিক্ত হয়ে উঠেছিল সম্পর্ক। কঠিন হয়ে উঠছিল একসঙ্গে ঘর করা। ফলে বিচ্ছেদ চেয়েছিলেন স্বামী। তাতেই রাগে যুবকের গায়ে গরম জল ঢেলে দেন স্ত্রী। গুরুতর জখম যুবক ষোলো দিন হাসপাতালে ভরতি ছিলেন। মামলা ওঠে আদালতে। বিচারে তরুণীকে ৮ মাসের জেলের শাস্তি দিলেন বিচারক। শোরগোল পড়ে গিয়েছে সিঙ্গাপুরের (Singapore) এই ঘটনায়।
২০১৯ সালে ২৯ বছরের রাহিমা নিসভার সঙ্গে বিয়ে হয়েছিল ২৪ বছরের শামির আহমেদ সাফুয়ানের। বিয়ের কিছুদিন পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। শামিরের দাবি, ২০২২-এর ডিসেম্বরেই স্ত্রীর অত্যাচারে অতিষ্ট হয়ে বিচ্ছেদের কথা ভাবেন তিনি। এর মধ্যে গত জানুয়ারিতে কন্যাসন্তানের জন্ম দেন রাহিমা। এরপর থেকে বাপের বাড়িতেই ছিলেন। গত ১৯ মার্চ সেখানে গিয়ে বিচ্ছেদের ইচ্ছে প্রকাশ করেন শামির। সেই সময় কোনও প্রতিক্রিয়া না দিলেও তলেতলে স্বামীর উপর বিরাট ক্ষেপে যান রাহিমা। রাগে ফুঁসে বদলার পরিকল্পনা করেন।
পরিকল্পনা মাফিক গত ২২ মার্চ একটি বড় ফ্লাস্কে ফুটন্ত গরম জল ভরে শামিরের বাড়ির সামনে সামনে অপেক্ষা করছিলেন রাহিমা। সকালে স্বামী সিঁড়ি বেয়ে বাইরে আসতেই তাঁকে লক্ষ্য করে গরম জল ছুঁড়ে দেন। মুখ ঘুরিয়ে নিলেও ফুটন্ত জল ছিটকে পড়ে শামিরের পিঠে। গরুতর জখম হন তিনি। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। ষোলো দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। অন্যদিকে পলাতক হন রাহিমা। পরবর্তীকালে যুবকের অভিযোগের ভিত্তিতে আদালতে মামলা ওঠে। তাতেই মঙ্গলবার তরুণীকে ৮ মাসের জেলের শাস্তি দিয়েছেন সিঙ্গাপুরের আদলতের বিচারক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.