ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান আছে পাকিস্তানেই। ফের বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হতে পারে ভারতের প্রতিবেশী দেশটি। এমনই গুঞ্জন ক্রমশ জোরাল হচ্ছে। সেনাপ্রধান আসিম মুনির ও প্রেসিডেন্ট আসিফ জারদারির মধ্যে হওয়া বৈঠকের পর থেকেই সেই গুঞ্জনে নতুন করে জলহাওয়া পৌঁছতে শুরু করেছে।
এমন জল্পনা অবশ্য নতুন নয়। এই নিয়ে এই মাসেই এমন কথা শোনা গেল তৃতীয় বার। যদিও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত সপ্তাহেই এমন সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছেন। কিন্তু গতকাল, মঙ্গলবার শরিফের বাসভবনে ফের যেতে দেখা যায় মুনিরকে। জানা যায়, প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠক করেন মুনির। আর জানা যায়, এবার জারদারি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন পাক সেনাপ্রধান। গুঞ্জন, পাক সংবিধানে ২৭তম সংশোধন স্রেফ সময়ের অপেক্ষা।
যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁর দাবি, জারদারি ও শরিফের মধ্যে হওয়া বৈঠকের যে কথা শোনা যাচ্ছে তা ভুয়ো। এক পাক সংবাদমাধ্যম এই গুজব রটিয়েছে। শাহবাজ শরিফও বরাবর এই গুঞ্জনকে নস্যাৎ করেছেন। তিনি এর আগেই বলেছিলেন মুনির কখনও প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছাই প্রকাশ করেননি।
তবে তিনি এমন কথা বললেও ক্রমেই জল্পনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিশেষ করে মঙ্গলবারের পর তা আরও জোরাল হয়েছে। আসলে পাকিস্তানে রাজনৈতিক পরিস্থিতি বরাবরই অস্থির। কোনও পাক প্রধানমন্ত্রীই তাঁর পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি। এর আগেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গদিচ্যুত হতে দেখা গিয়েছিল। বর্তমানে তিনি জেলবন্দি। এখন দেখার, প্রেসিডেন্ট পদে কোনও বড় পরিবর্তনের সাক্ষী হয় কিনা পাকিস্তান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.