Advertisement
Advertisement
Sri Lanka

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ, শ্রীলঙ্কায় গ্রেপ্তার ১৪ ভারতীয় মৎস্যজীবী

গ্রেপ্তার হওয়া মৎস্যজীবীরা তামিলনাড়ুর বাসিন্দা।

Sri Lankan Navy arrests 14 Tamil Nadu fishermen for crossing maritime border
Published by: Subhodeep Mullick
  • Posted:August 6, 2025 3:37 pm
  • Updated:August 6, 2025 3:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। বুধবার তাঁদের গ্রেপ্তারির পাশাপাশি দুটি নৌকোও বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর। 

Advertisement

গ্রেপ্তার হওয়া ১৪ জন মৎস্যজীবী তামিলনাড়ুর বাসিন্দা। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ১০ জনের একটি দল পম্বন বন্দর থেকে রওনা দিয়েছিল। তাঁরা কারপিট্টির কাছে মাছ ধরছিলেন। তখনই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। অন্য ৪ জনের দলটিকে গ্রেপ্তার করা হয় কাচ্চিথিভু দ্বীপের কাছ থেকে। একই অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধেও। প্রথম দলটিকে গ্রেপ্তার করে ভেনবুঝা বন্দরে এবং দ্বিতীয় দলটিকে নিয়ে যাওয়া হয়েছে কাঙ্গেসান্তুরাই ক্যাম্পে।  

শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের গ্রেপ্তারির ঘটনা নৈমিত্তক হয়ে দাঁড়িয়েছে। দ্বীপরাষ্ট্রে জেলবন্দি ভারতীয় মৎস্যজীবীদের সংখ্যা নেহাত কম নয়। গত বছর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে এই বিষয়ে একটি চিঠি দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেখানে তিনি আর্জি জানান, শ্রীলঙ্কার হাতে ধৃত মৎস্যজীবীদের দ্রুত মুক্ত করানো হোক। স্ট্যালিন আরও জানান, একের পর এক গ্রেপ্তারির ঘটনায় ‘আতঙ্কে’ ভুগছেন মৎস্যজীবীরা। জীবিকা নিয়ে ‘অনিশ্চয়তা’ তৈরি হচ্ছে তাঁদের মধ্যে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ