Advertisement
Advertisement
Donald Trump

‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতকে দায়ী করা বন্ধ করুন’, ট্রাম্পকে তোপ মার্কিন কূটনৈতিক বিশেষজ্ঞর

ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প।

'Stop blaming India for Russia-Ukraine war', US Strategic Affairs Expert slams Donald Trump

ফাইল ছবি।

Published by: Subhodeep Mullick
  • Posted:September 4, 2025 1:55 pm
  • Updated:September 4, 2025 1:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতকে একাধিকবার দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়েই এবার ট্রাম্পকে তোপ দাগলেন মার্কিন কূটনৈতিক বিশেষজ্ঞ অ্যাশলে জে. টেলিস।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় জটিলতার জন্য ভারতকে এককভাবে দায়ী করা করা বন্ধ করুন। ইউক্রেনে শান্তি না ফেরার জন্য দায়ী অনেকে। শুধুমাত্র ভারত নয়।” তিনি আরও বলেন, “যতক্ষণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর লক্ষ্যে অটল থাকবেন, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা ট্রাম্প কেউই ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। পুতিনের অনেক বন্ধু রয়েছে, যারা তাকে যুদ্ধ চালিয়ে যেতে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন।”

উল্লেখ্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশের শুল্কবোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শুল্কবাণের ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পোশাক উৎপাদন ক্ষেত্রগুলি। জানা যাচ্ছে, শুল্ককোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি এসসি রালহান বলেন, ”বিপুল পরিমাণ এই শুল্ক চাপানোর জেরে তিরুপুর, নয়ডা, সুরাটের বস্ত্র উৎপাদন সংস্থাগুলি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। কারণ অধিক শুল্কের জেরে ভিয়েতনাম, বাংলাদেশের মতো প্রতিযোগিদের তুলনায় অনেকখানি পিছিয়ে পড়েছে তারা। বিরাট ক্ষতির আশঙ্কা করছে মূল্যবান পাথর, গয়না, চিংড়ি, কার্পেট ও অন্যান্য আসবাবপত্র প্রস্তুতকারী সংস্থাগুলি। ‘ট্রেড থিঙ্ক-ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ’-এর অনুমান, ২০২৫-২৬ সালে আমেরিকায় ভারতের পণ্য রফতানি প্রায় ৪৩ শতাংশ কমে ৮৭ বিলিয়ন ডলার থেকে ৪৯.৬ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement