Advertisement
Advertisement
Afghanistan

ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান! কম্পন অনুভূত জম্মু ও কাশ্মীরেও

গত মাসেই ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছিল আফগানিস্তান।

Strong earthquake jolts Afghanistan, tremors felt in Jammu and Kashmir
Published by: Subhodeep Mullick
  • Posted:October 17, 2025 7:11 pm
  • Updated:October 17, 2025 7:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬। জানা যাচ্ছে, ভূমিকম্পের প্রভাব পড়েছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশেও। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Advertisement

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। কম্পন অনুভূত হয়েছে জম্মু ও কাশ্মীরেও বিস্তীর্ণ অংশেও। জানা গিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের মাটি থেকে ১০ কিলোমিটার নিচে। যদিও ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত মাসেই ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছিল আফগানিস্তান। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের জেরে পড়শি দেশে মৃতের সংখ্যা ছাড়ায় ১৪০০। ভেঙে পড়ে বহু বাড়িঘর। মৃত্যুমিছিলের কারণে হাহাকার পড়ে যায় গোটা আফগানিস্তানজুড়ে। ভূপৃষ্ঠের এত কাছে উৎস হওয়ায় এর প্রভাব ধ্বংসাত্মক হয়। এই ভূমিকম্পের রেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং ভারত পর্যন্ত অনুভূত হয়েছিল।

প্রসঙ্গত, ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে, হিন্দুকুশ অঞ্চলে অবস্থানের কারণে আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। ২০২৩ সালের অক্টোবরেও ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে পশ্চিম আফগানিস্তানে। সেই ঘটনায় প্রায় ২০০০ জনের মৃত্যু হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ