Advertisement
Advertisement
China

ঋতুস্রাব প্রমাণে ছাত্রীকে প্যান্ট খোলার নির্দেশ বিশ্ববিদ্যালয়ের! তুঙ্গে বিতর্ক

চাপের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করেছে।

Student Seeks Menstrual Leave, Chinese University Asks For Proof

প্রতীকী ছবি।

Published by: Subhodeep Mullick
  • Posted:May 28, 2025 5:23 pm
  • Updated:May 28, 2025 5:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋতুস্রাবের জন্য ছুটির আবেদন করেছিলেন ছাত্রী। পরিবর্তে তাঁকে প্যান্ট খুলে প্রমাণ দেওয়ার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ! সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চিনের বেজিংয়ের একটি বিশ্ববিদ্যালয়ে।  

Advertisement

চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, মাসিক চলার কারণে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন মঞ্জুর না করে তাঁকে প্রথমে ক্যাম্পাসের ক্লিনিকে পাঠানো হয়। অভিযোগ, সেখানেই এক কর্মী তাঁকে প্যান্ট খুলে ঋতুস্রাবের প্রমাণ দেওয়ার নির্দেশ দেন। এরপরই তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ছাত্রী। এক পর্যায়ে ওই কর্মী বলেন, “এটি আমার ব্যক্তিগত নিয়ম নয়। এটি কর্তৃপক্ষের নিয়ম। মাসিক চলার কারণে যদি কেউ ছুটির আবেদন করেন, তাহলে তাঁকে তার প্রমাণ দিতে হয়। তারপর পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়। এরপরই তিনি ছুটির আবেদন করতে পারেন।” পরে ওই ছাত্রী সমাজমাধ্যমে তাঁর ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “মহিলারা মাসিকের সময় কীভাবে ছুটির আবেদন করতে পারেন সে সম্পর্কে একটি ন্যায্য নিয়ম থাকা দরকার।”

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। চাপের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করে জানায়, ছাত্রীকে তাঁর স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর সম্মতি পাওয়ার পরই পরবর্তী ধাপে যাওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকর্মী কোনওরকম যন্ত্রভিত্তিক পরীক্ষা করেননি। ভবিষ্যতে এই ধরনের বিতর্ক যাতে না তৈরি হয়, সেই জন্য বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তার নিয়ম এবং নীতিগুলি খতিয়ে দেখছে বলে খবর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ