ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৭৩ বছরের সুশীলা কারকি। সরকার পতনের পর অগ্নিগর্ভ নেপালের হাল ধরেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মুখ খুলেই কারকি সাফ জানিয়ে দিলেন, ক্ষমতা ভোগ করতে আসেননি তিনি। সেই সঙ্গে নেপালের বিক্ষোভে মৃতদের পরিবারপিছু নেপালি মুদ্রায় ১০ লক্ষ আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন সুশীলা।
দেশজুড়ে বিক্ষোভের পর ৫ হাজার যুব আন্দোলনকারী একটি ভারচুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে কারকির নাম প্রস্তাব করে। জানা যায়, তরুণ প্রজন্ম কারকির কাছে প্রস্তাব নিয়ে গেল তিনি সমর্থনের জন্য কমপক্ষে ১,০০০ লিখিত স্বাক্ষর চেয়েছিলেন। যদিও তাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সমর্থন করে ২,৫০০-রও বেশি স্বাক্ষর সংগৃহীত হয়। তারপরই গত শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন কারকি। তিনিই নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। শপথ নেওয়ার পর থেকেই কাজে নেমে পড়েছেন কারকি।
প্রধানমন্ত্রী হওয়ার পর রবিবার প্রথম প্রকাশ্যে মুখ খুলেছেন কারকি। ৭৩ বছর বয়সি নেত্রী বলেন, “আমি এবং আমার টিম, আমরা ক্ষমতা ভোগ করতে আসিনি। ৬ মাসের বেশি আমরা থাকব না। পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব। এই সময়ে সকলের সমর্থন চাই আমাদের, সকলকে পাশে না পেলে আমরা সাফল্য পাব না।” সঙ্গে আরও জানান, কে পি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে বিক্ষোভে যাঁদের প্রাণ গিয়েছে, তাঁরা সকলেই শহিদ। তাঁদের পরিবারকে ১০ লক্ষ নেপালি মুদ্রা আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচ বহন করবে অন্তর্বর্তী সরকার।
উল্লেখ্য, নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তাঁকে লিখতে দেখা যায়, ‘নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য, আমি মাননীয়া শ্রীমতী সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানাই। নেপালের ভাইবোনদের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’ অন্যদিকে, মোদির প্রতি সম্মান জানিয়েছেন সুশীলাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.