সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবান () বাড়ি পুড়িয়ে দিয়েছে। সর্বহারা মহিলা দেশ ছেড়েছেন। তাঁকে আশ্রয় দিয়েছে ভারত। অবশেষে গাজিয়াবাদে পৌঁছে নিজের কৃতজ্ঞতা উজার করে দিলেন তিনি। ধন্যবাদ জানালেন ভারত সরকারকে। রবিবার এক বিশেষ বিমানে আফগানিস্তান (Afghanistan) থেকে ১৬৮ জন যাত্রীকে ভারতে নিয়ে আসা হল। তাঁদেরই একজন ছিলেন তিনি।
বিমানবন্দরে নিজের বিপণ্ণতার পরিস্থিতি নিয়ে মুখ খুলে ওই মহিলা জানান, ”আফগানিস্তানের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। তাই আমি আমার মেয়ে ও দুই নাতিকে নিয়ে এখানে চলে এলাম। আমার ভারতীয় ভাইবোনরা আমাদের উদ্ধার করতে এসেছিলেন। তালিবান আমার ঘর পুড়িয়ে দিয়েছে। আমাদের পাশে দাঁড়ানোর জন্য ভারতকে ধন্যবাদ।”
“Situation was deteriorating in Afghanistan, so I came here with my daughter & two grandchildren. Our Indian brothers & sisters came to our rescue. They (Taliban) burnt down my house. I thank India for helping us,” says an Afghan national at Hindon Air Force Station, Ghaziabad
— ANI (@ANI)
গত রবিবার কাবুলে (Kabul) ঢুকে পড়ে তালিবান জঙ্গিরা। তারপরই পরিষ্কার হয়ে যায় আফগানিস্তান আরও একবার তালিবানের দখলে যেতে বসেছে। বিষয়টা পরিষ্কার হয়ে যেতেই দেশ ছাড়ার হিড়িক পড়ে যায়। ক্রমে পরিষ্কার হয়ে যায় তালিবান সেই আগের ভয়ংকর দিনই ফিরিয়ে আনছে। শরিয়ত আইন মেনে চলতে হবে আফগান নাগরিকদের। জান-মান বা সম্পত্তি কোনও কিছুরই নিশ্চয়তা নেই সেই দেশে। অগত্যা ভিটেমাটি ছেড়ে সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঠাঁই খুঁজছে আফগান নাগরিকরা। তাই বিমানবন্দরের বাইরে জড়ো হচ্ছেন তাঁরা। কোনওমতে যদি দেশ ছাড়া যায়।
এদিনও কাবুল বিমানবন্দরের (Kabul Airport) বাইরে জড়ো হয়েছিলেন আফগান নাগরিকরা। একবার বিমানবন্দরের দেওয়াল টপকাতে পারলেই মিলতে পারে মুক্তির স্বাদ। কিন্তু সেই স্বাদ মেলার আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। সেই সময় হুড়োহুড়িতে ৭ জন আফগান নাগরিক পদপিষ্ট হন বলে খবর। ব্রিটিশ সেনাবাহিনী জানিয়েছে, বিমানবন্দর এলাকার পরিস্থিতি খুব খারাপ। তবু সতর্কতার সঙ্গে ব্রিটিশ নাগরিকদের উদ্ধার করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।
এই পরিস্থিতিতেই জোরকদমে ভারতীয়দের উদ্ধারকাজ চালাচ্ছে কেন্দ্র। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, রবিবার ভারতে এসে পৌঁছনো ১৬৮ জনের মধ্যে ১০৭ জন ভারতীয়। উল্লেখ্য, এক পরিবারও সেই দলে ছিল যাঁদের একরত্তি সন্তানের পাসপোর্ট ছিল না। তবুও পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সেই পরিবারকেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.