সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবুল হামলার বদলা নিল তালিবান! রাতের অন্ধকারে পাকিস্তানে গোলাবর্ষণ করল তালিবান নিয়ন্ত্রিত আফগান সেনা। ঘটনায় নিহত হয়েছেন ১৫ জন পাক জওয়ান। ঘটনাচক্রে আফগানিস্তানের তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরেই মাঝেই সংঘাতে জড়াল দুই পড়শি দেশ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে। হামলা এবং পালটা হামলার পরই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে যুদ্ধে জড়াতে চলেছে প্রতিবেশী দুই দেশ?
শনিবার রাতে পাকিস্তান সীমান্তে হামলা চালায় তালিবান নিয়ন্ত্রিত আফগান সেনা। শুধু তাই নয়, ডুরান্ড লাইন বরাবর কুনার এবং হেলমান্দ প্রদেশ-সহ বেশ কিছু জায়গায় থাকা পাক সেনার আউটপোস্টও তাঁরা দখল করে নিয়েছে বলে দাবি করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রক। আফগান সেনা একটি বিবৃতিতে জানিয়েছে, কাবুলে পাক সেনা যে বিমান হামলা চালিয়েছিল, তার প্রতিশোধ নিতেই পালটা পাকিস্তানের বিভিন্ন সীমান্ত এলাকায় হামলা চালানো হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণাকের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি বলেন, “আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান যে হামলা চালিয়েছিল, তাঁর বদলা নিতেই এই অভিযান চালানো হয়েছে। আফগানিস্তানের মাটিতে যদি ফের কোনও হামলা চালানো হয়, তাহলে তার কড়া জবাব দিতে আমরা প্রস্তুত।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। জঙ্গি দমনের নামে প্রতিবেশী দেশে হামলা চালিয়েছে পাকিস্তান। সংবাদমাধ্যমের একাংশের দাবি, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) নেতা নূর ওয়ালি মাসুদকে খতম করতে এই হামলা চালায় পাকিস্তান। যদিও, টোলো নিউজ মাসুদের একটি অডিও বার্তা পেয়েছে বলে জানিয়েছে। সেই বার্তায় নিজের উপর হামলার দাবি নস্যাৎ করে দিয়েছেন মাসুদ। এই পরিস্থিতিতে পাকিস্তানে পালটা হামলা চালাল তালিবান। বিশেষজ্ঞদের একাংশের মতে, দু’দেশের মধ্যে এই সংঘাত বজায় থাকলে আগামিদিনে তা যুদ্ধের রূপ নিতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.