সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের মাটিতে বোমা ফেলেছে পাকিস্তান! আর এরপরই ইসলামাবাদকে কাঠগড়ায় তুলল তালিবান। সেই সঙ্গেই তাদের হুঁশিয়ারি, এভাবে সীমান্ত লঙ্ঘন করে ফের হামলা চালালে তার পরিণাম ভুগতে হবে।
তালিবানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানকে। দাবি করা হয়েছে, এই ধরনের হামলায় দুই মুসলিম প্রধান দেশের মধ্যে দূরত্ব বাড়বে। এবং ঘৃণা আরও ছড়িয়ে পড়বে। ওই হামলাকে ‘নিষ্ঠুর ও অমানবিক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও বর্ণনা করা হয়েছে।
জানা গিয়েছে, আফগানিস্তানের নানগরহর এবং খোস্ত প্রদেশে হামলা চালিয়েছে পাক সেনা। বোমার আঘাতে তিনজন আফগানির মৃত্যু হয়েছে। আহত অন্তত সাতজন। শুরুতে অবশ্য জানা যায়নি কারা হামলা চালিয়েছে। পরে জানা যায়, পাক সেনাই হামলা চালিয়েছে। এবার তাদের হুমকি দিল তালিবান। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।
উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে তালিবানের সম্পর্ক অনেকদিন ধরেই তলানিতে পৌঁছেছে। ২০২১ সালে কাবুল চলে যায় তালিবানের হাতে। এরপর থেকে ক্রমেই তাদের সঙ্গে সংঘাত বেড়েছে ইসলামাবাদের। গত মার্চে জাফরা এক্সপ্রেস অপহরণের ঘটনায় তালিবানকে দায়ী করেছিল পাকিস্তান। তাদের অভিযোগ ছিল, আফগানিস্তান থেকেই এই হামলার নীল নকশা তৈরি করা হয়েছে। তালিবানই রয়েছে পুরো বিষয়টির নেপথ্যে। এমনকী, পাক গোয়েন্দাদের তরফে দাবি করা হয়েছে, তাদের কাছে সরাসরি বালোচ নেতাদের সঙ্গে তালিবানের যোগাযোগের নথি পাওয়া গিয়েছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল তালিবান। এবার নতুন করে হামলার ঘটনায় ফের চড়ল সম্পর্কের পারদ। এদিকে বিদ্রোহী গোষ্ঠী টিটিপি-র সঙ্গেও পাক সেনার সম্পর্ক তলানিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.