সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙা পিয়ানোটা মুখ থুবড়ে মেঝেতে পড়ে রয়েছে। ফুটো করে দেওয়া হয়েছে তবলাগুলি। ড্রাম ফাটিয়ে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এসরাজটা। এমনই অবস্থা কাবুলের সরকারি স্টুডিওর (State Recording Studio in Kabul)। তালিবানি তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে আফগান সংগীতের আঁতুরঘর।
বেহাল কাবুল স্টুডিওর এই মর্মান্তিক দৃশ্য টুইটারে পোস্ট করেছেন ব্রিটিশ চিত্র সাংবাদিক জেরোম স্টারকি (Jerome Starkey)। ছবির ক্যাপশনে জেরোম লেখেন, “এটাই মনে হয় ভবিষ্যতের আভাস। কাবুলের সরকারি স্টুডিওয় ভেঙে পড়ে রয়েছে দু’টি বিশাল পিয়ানো। স্টুডিওর পাহারায় থাকা তালিবান জানালো, এভাবেই পড়েছিল বাদ্যযন্ত্রগুলি। তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেছে, সংগীত ইসলাম বিরোধী।”
I fear this is a sign of things to come. A strangely harrowing sight of two grand pianos smashed up in Kabul’s state recording studios. When I visited Taliban guards insisted this is how they found them. Their spokesman said music is un-Islamic
— Jerome Starkey (@jeromestarkey)
মার্কিন সেনা সরার আগেই গোটা আফগানিস্তানের দখলে নেয় তালিবান (Taliban)। শয়ে শয়ে গাড়ি কাবুলের অন্দরে প্রবেশ করেছিল। তাতে ছিল বন্দুকধারীরা। প্রাণভয়ে বহু মানুষ দেশ ছেড়েছেন। বাদ যাননি সংস্কৃতি জগতের বিশিষ্টরাও।
ভীত সন্ত্রস্ত আফগান পরিচালক সাহরা করিমিকে কাবুলের রাস্তায় দৌঁড়তে দেখা গিয়েছে। মুলুক ছেড়েছেন মহিলা পপ তারকা আরিয়ানা সইদ (Aryana Sayeed)। বাড়ি থেকে বের করে হত্যা করা হয়েছে আফগান মুলুকের জনপ্রিয় শিল্পী ফাওয়াদ আনদারাবিকে (Fawad Andarabi)। এমন পরিস্থিতিতে কাবুল স্টুডিওর এই পরিস্থিতি দেখে শিউরে ওঠেন ব্রিটিশ ফটোগ্রাফার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.