Advertisement
Advertisement
Donald Trump

‘শুল্কের কারণেই ভারত-আমেরিকার সম্পর্কে ফাটল ধরেছে’, অবশেষে আত্মোপলব্ধি ট্রাম্পের

আর কী বললেন তিনি?

Tariffs are causing a rift in India-US relations, Donald Trump finally realizes
Published by: Subhodeep Mullick
  • Posted:September 13, 2025 4:26 pm
  • Updated:September 13, 2025 4:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে বাণিজ্যচুক্তি না হওয়া এবং পরে শুল্কবাণের কারণে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিছুটা জটিল হয়েছে। শুধু তাই নয়, ভারতকে লাগাতার হুমকি দিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে আচমকা সুর বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, “ভারতের উপর শুল্ক চাপানোর কারণেই দু’দেশের সম্পর্কে ফাটল ধরেছে।”

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ভারত রাশিয়ার সবচেয়ে বড় গ্রাহক। মাস্কোর থেকে তেল কেনার কারণেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। সিদ্ধান্ত সহজ ছিল না। শুল্কের কারণেই ভারত-আমেরিকার সম্পর্কে ফাটল ধরেছে।” এরপরই ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ উথ্থাপন করেন ট্রাম্প। বলেন, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার বহু দিনের ভালো সম্পর্ক। কিন্তু এবার আমার ধৈর্যের বাঁধ ভাঙছে। যুদ্ধ বন্ধ করতে তিনি ব্যর্থ। আমরা কড়া পদক্ষেপ করব।”  প্রসঙ্গত, ভারত-মার্কিন সম্পর্কের জটিলতা কাটাতে গত মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সোশাল মিডিয়া ট্রুথে তিনি লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি দীর্ঘ বাণিজ্য জট ছাড়াতে দুই মহান দেশ ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে। আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে আগ্রহী। আমার বিশ্বাস দুই মহান দেশের এই আলোচনা শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছবে।’

উল্লেখ্য, ট্রাম্পের অন্যায্য দাবির কাছে মাথানত না করায় বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়নি দুই দেশের। তার উপর রুশ তেল কেনায় ভারতকে রীতিমতো শাসানি দেয় আমেরিকা। চাপানো হয় ৫০ শতাংশ শুল্ক। বাণিজ্যচুক্তির কোনও অগ্রগতি না-হলে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কোনও আলোচনা করবেন না বলে জানায় হোয়াইট হাউস। তারপর ক্ষণে ক্ষণে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই পরিস্থিতি দু’দেশের সম্পর্কের জটিলতা কি কাটবে? উত্তর দেবে  সময়। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ