সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার থেকে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক লাগু করেছে ট্রাম্পের আমেরিকা। রাশিয়ার তেল কেনার অভিযোগে এই বাড়তি শুল্ক চাপানোর দাবি করা হলেও, এর বীজ বপন করা হয়েছিল ভারত-পাক যুদ্ধের সময়। নিজের ক্যাবিনেট বৈঠকে সেটাই এবার স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, সেই সময়েই নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার উচ্চহারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেওয়া হয়।
অতীতের সেই আলোচনার কথা স্মরণ করিয়ে নরেন্দ্র মোদি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেদিন কথা বলার সময়ে সেদিন তাঁকে প্রশ্ন করি, পাকিস্তানের সঙ্গে আপনাদের এটা কী হচ্ছে? এই দুই দেশ একে অপরকে অসম্ভব ঘৃণা করে। কয়েকশো বছর ধরে ওদের মধ্যে এটা চলছে।” এরপরই শুল্কের হুমকি দিয়ে ট্রাম্প বলেন, “আমি বলেছিলাম আপনাদের সঙ্গে আমি কোনও বাণিজ্য চুক্তি করতে চাই না। আপনারা পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছেন। আগামিকাল আমায় ফোন করবেন। তবে আপনাদের সঙ্গে কোনও চুক্তি হবে না। অন্যথায় আমরা আপনাদের উপর এতবেশি শুল্ক আরোপ করব যে আপনাদের মাথা ঘুরে যাবে।” ট্রাম্পের দাবি, “ওই ফোনের জেরেই বাধ্য হয়ে পদক্ষেপ করে নয়াদিল্লি। প্রায় ৫ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিকতার দিকে এগোয়।”
তবে ভারত পাক উত্তেজনা যে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি সে ইঙ্গিত দিয়ে ট্রাম্প আরও বলেন, “ওদের সংঘাত হয়ত ফের শুরু হতে পারে। আমি জানি না। তবে তেমনটা হবে বলে আমার মনে হয় না। তবে যদি তা হয় আমি এটি বন্ধ করব। আমরা এগুলো ঘটতে দিতে পারি না।” উল্লেখ্য, ১০ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মার্কিন হস্তক্ষেপে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তারপর থেকে ধারাবাহিকভাবে এই সংঘর্ষবিরতির কৃতিত্ব নিজে নিয়ে আসছেন তিনি। যদিও ভারত প্রতিবারই সেই দাবি খারিজ করে দিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বিদেশমন্ত্রী জয়শংকর স্পষ্ট জানিয়েছেন, ভারতের সঙ্গে যে অপারেশন সিঁদুর চলাকালীন বাণিজ্য নিয়ে আমেরিকার কোনও আলোচনা হয়নি। ডিজিএমও জানিয়েছে, পাকিস্তানের সরাসরি অনুরোধের পর কোনও বিদেশী হস্তক্ষেপ ছাড়াই সংঘর্ষবিরতি সম্পন্ন হয়। অন্যদিকে, শুল্ক ইস্যুতেও প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের কৃষকদের স্বার্থ ক্ষুন্ন হয় এমন কোনও চুক্তি আমরা করব না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.