সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা মিউজিক ফেস্টিভ্যালে সিরিঞ্জ হামলা! হামলাকারীর এলোপাথাড়ি কোপে আহত অন্তত ১৪৫ জন দর্শক। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ফ্রান্সের রাজধানী প্যারিসে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, প্রতিবছর গোটা ফ্রান্সজুড়ে অনুষ্ঠিত হয় ‘ফেটেস দে লা মিউজিক’ নামে জনপ্রিয় এই মিউজিক ফেস্টিভ্যালটি। সেটিকে কেন্দ্র করে ভিড় জমান বহু মানুষ। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। জানা গিয়েছে, শনিবার রাতে প্যারিসে অনুষ্ঠান চলাকালীন একদল যুবক আচমকা সিরিঞ্জ নিয়ে হামলা চালায়। এরপরই সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। এলোপাথাড়ি কোপে আহত হয়েছেন অন্তত ১৪৫ জন দর্শক। তাঁদের মধ্যে বেশিরভাগই তরুণী। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই সিরিঞ্জের মধ্যে কোনও বিষাক্ত পদার্থ ছিল কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
ফ্রান্সের মেয়র ফ্রাঁসোয়া গ্রোসডিডি বলেন, “অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ইতিমধ্যেই ১২ জনকে গ্রেপ্তার করেছে মিউনিশিপাল পুলিশ। শীঘ্রই জাতীয় পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করবে। এছড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যাতে বাকি অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করা যায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.