সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত আফগানিস্তান৷ রাজধানী কাবুলের একটি সরকারি আবাসনে জেহাদিদের হামলায় মৃত্যু হয়েছে অন্ত ৪৩ জন নিরীহ নাগরিকের৷ আহত বহু৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে আফগান স্বাস্থ্যমন্ত্রক৷
জানা গিয়েছে, সোমবার বিকেলে কাবুলের সরকারি আবাসনটিতে হামলা চালায় আত্মঘাতী জঙ্গিদের একটি দল৷ হামলার সময় আবাসনটিতে ছিলেন কয়েকশো সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা৷ নাম প্রকাশে অনিচ্ছুক আফগান সেনার এক আধিকারিক জানিয়েছেন, প্রথমেই বোমা মেরে আবাসনটির গেট উড়িয়ে দেয় জঙ্গিরা৷ তারপর ভিতরে ঢুকে বহুতলগুলিতে গুলিবৃষ্টি শুরু করে তারা৷ প্রাণ বাঁচাতে অনেকেই বহুতল থেকে ঝাঁপিয়ে পড়েন৷ তারপরই শরীরে বাঁধা বোমায় বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী জেহাদিরা৷ জঙ্গিদের কাছে একে-৪৭, রকেট লঞ্চার ও গ্রেনেড-সহ প্রচুর অত্যাধুনিক হাতিয়ার ছিল৷ হামলায় মৃতদের মধ্যে অধিকাংশই নিরীহ সাধারণ মানুষ৷ আফগান সেনা জানিয়েছে, হামলার পরই ঘটনাস্থল ঘিরে ফেলে সেনাবাহিনী৷ শুরু হয় অপারেশন৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে চার আত্মঘাতী জঙ্গি-সহ বেশ কয়েকজন হামলাকারী৷ আবাসনটি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০০ সরকারি কর্মীকে৷ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে৷
Photos show damages inflicted to the building of the National Authority on Disabled and Heirs of Martyrs’ Affairs in ‘s PD16 during militants attack on Monday. The attack left at least 40 dead. Photos: Sharif Amiry.
— TOLOnews (@TOLOnews)
এই হামলার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি৷ তিনি বলেন, “যুদ্ধর ময়দানে দাঁড়াতে না পেরে, নিরীহ মানুষদের উপর হামলা চালাচ্ছে জঙ্গিরা৷” একই সঙ্গে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী আবদুল্লা-আবদুল্লা৷ এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷ তবে বিশেষজ্ঞদের মতে এই ঘটনার নেপথ্যে রয়েছে তালিবান৷
[বারবার ইন্দোনেশিয়ায় কেন হচ্ছে সুনামি? কী বলছেন বিশেষজ্ঞরা?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.