Advertisement
Advertisement
Zohran Mamdani

হাত দিয়ে বিরিয়ানি খেয়ে রোষের মুখে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মেয়র প্রার্থী, পালটা জবাব নেটনাগরিকদের

একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত।

Texas Congressman's racist remark at Zohran Mamdani for eating rice with hands
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 30, 2025 8:11 pm
  • Updated:June 30, 2025 8:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাত দিয়ে বিরিয়ানি খাওয়ায় রিপাবলিকান কংগ্রেসম্যানের রোষের মুখে ভারতীয় বংশোদ্ভূত নিউ ইয়র্কের ময়র প্রার্থী জোহরান মামদানি। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও ট্যাগ করে টেক্সাসের কংগ্রেসম্যান ব্রান্ডন গিল লিখেছেন, ‘আমেরিকার সভ্য মানুষরা এভাবে খায় না। যদি আপনি পশ্চিমা রীতিনীতি গ্রহণ করতে অস্বীকৃতি জানান, তাহলে তৃতীয় বিশ্বে ফিরে যান।’

Advertisement

যদিও এই পোস্টের পরেই গিলকে কটাক্ষ করেছেন নেটনাগরিকরা। কেননা গিল ভারতীয় বংশোদ্ভূত ডানপন্থী ভাষ্যকার দীনেশ ডি’সুজার মেয়ে ড্যানিয়েল ডি’সুজারকে বিয়ে করেছেন। অনেকে আবার গিলের পোস্টের কমেন্ট বক্সে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়ে পিৎজা খাওয়ার ছবি দিয়েছেন।

তবে এটাই প্রথমবার নয় যখন টেক্সাসের ২৬তম ডিস্ট্রিক্টের রিপাবলিকান কংগ্রেসম্যান গিল তাঁর বর্ণবাদী মন্তব্যের জন্য সোশাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন। চলতি মাসের শুরুতে লস অ্যাঞ্জেলেসের দু’টি ছবি শেয়ার করেন। যেখানে তিনি আমেরিকাকে ‘অচেনা’ করে তোলার জন্য গণ-অভিবাসনকে দায়ী করেন। প্রথম ছবিটিতে ১৯৬০ সালে সমুদ্র সৈকতে বেড়াতে আসা ব্যক্তিদের দেখা যাচ্ছে, অন্যটিতে লস অ্যাঞ্জেলেসের দাঙ্গার সময় মেক্সিকান পতাকা হাতে থাকা একজন ব্যক্তি ছিলেন।

এদিকে জোহরানের যে ভিডিওটি নিয়ে বিতর্কের সূত্রপাত, সেটি একটি সাক্ষাৎকারের বলে জানা গিয়েছে। মামদানি হাতে করে বিরিয়ানি খেতে খেতে সেই সাক্ষাৎকারটি দিয়েছিলেন। প্রথম যে অ্যকাউন্ট থেকে সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করা হয় সেখানে ক্যাপশনে লেখা হয়েছিল, ‘জোহরান বলছেন যে তাঁর দৃষ্টিভঙ্গি তৃতীয় বিশ্বের দ্বারা অনুপ্রাণিত। সেই কারনেই তিনি হাত দিয়ে বিরিয়ানি খাচ্ছিলেন।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ