Advertisement
Advertisement

Breaking News

Thailand

সেলুলয়েড নয়, বাস্তবের ‘নায়ক’! থাইল্যান্ড পেল ২৪ ঘণ্টার প্রধানমন্ত্রী

প্রতিবেশী দেশের প্রধানকে 'কাকা' সম্বোধন করে পদচ্যুত হয়েছেন আগের প্রধানমন্ত্রী।

Thailand gets a one-day prime minister in Suriya
Published by: Biswadip Dey
  • Posted:July 2, 2025 6:34 pm
  • Updated:July 2, 2025 6:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনে পড়ে ‘নায়ক’? অনিল কাপুর অভিনীত ছবিটিতে মাত্র একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিল ছবির নায়ক। কিন্তু সেটা সেলুলয়েডে। এবার থাইল্যান্ড পেল একদিনের প্রধানমন্ত্রী। বাস্তবেই। সূর্য জুংগ্রুংরিয়াংকিত ছিলেন সেদেশের উপপ্রধানমন্ত্রী। মঙ্গলবার আচমকাই মসনদ থেকে সরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রাকে। এবার তাঁর স্থলাভিষিক্ত করা হল সূর্যকে। বৃহস্পতিবারই ক্যাবিনেটে রদবদল হবে। তখন বেছে নেওয়া হবে স্থায়ী প্রধানমন্ত্রীকে।

Advertisement

উল্লেখ্য, সিনওয়াত্রার ফোনালাপ ফাঁস হওয়ার পরই তাঁকে সরিয়ে দেওয়া হল। আসলে প্রতিবেশী কম্বোডিয়ার সেনেটের বর্তমান প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে কথা বলেছিলেন তিনি। সেখানে হুন সেনকে ‘আঙ্কল’ তথা ‘কাকা’ সম্বোধন করতে দেখা যায় তাঁকে। এতেই শুরু হয় বিতর্ক। বিরোধীরা তো বটেই, দেশের আমজনতাও সুর চড়ায় তাঁর বিরুদ্ধে। এরই ফলশ্রুতি গদি ছাড়তে হয় তাঁকে। জানা যাচ্ছে, আত্মপক্ষ সমর্থনে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে তাঁকে। সেখানে জবাব ‘সন্তোষজনক’ না হলে সরে যেতে হবে পাকাপাকি।

এদিকে সিনওয়াত্রা সরতেই থাইল্যান্ডের পরিবহণমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ৭০ বছরের জুংগ্রুংরিয়াংকিতকে বেছে নেওয়া হয় অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে। এরপরই সেদেশের প্রধানমন্ত্রীর দপ্তরের ৯৩ বছরের বর্ষপূর্তিতে ব্যাঙ্ককে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। আশ্চর্য বিষয় হল, ৯৩ ঘণ্টাও প্রধানমন্ত্রী না থাকা এক ব্যক্তিকেই সেখানে দেখা গেল দেশের প্রধানমন্ত্রী হিসেবে। যদিও তাঁর স্থায়িত্ব ২৪ ঘণ্টার বেশি হওয়ার কথা নয়। বৃহস্পতিবার ক্যাবিনেট বৈঠকে নতুন প্রধানমন্ত্রীকে বেছে নেওয়া হবে। তিনি অবশ্য পাবেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব। এবরপর সিনওয়াত্রার জবাবের দিকে তাকিয়ে থেকে পরবর্তী পদক্ষেপ করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement