সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের সংসদে ভাষণ দেওয়ার সময় ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান বিরোধীদের। এই ঘটনায় দুই বিরোধী নেতাকে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠল নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে। চোখের সামনে এই ঘটনা দেখে যারপরনাই খুশি হলেন মার্কিন প্রেসিডেন্ট। বিরোধীদের তাড়ানোয় ভাষণের মাঝেই স্পিকারের প্রশংসা করে তাঁর বার্তা, ‘বাহ্ অসাধারণ কাজ’।
গাজা শান্তিচুক্তি কার্যকর করতে সোমবার মধ্যপ্রাচ্যে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুদ্ধবিরতির শর্ত হিসেবে ২০ জন পণবন্দিদের মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে, ইজরায়েলের তরফে মুক্তি দেওয়া হয়েছে ২০০০ প্যালেস্টিনীয়কে। ‘শান্তি’র বিরাট এই সাফল্য তুলে ধরে ইজরায়েলের সংসদে বক্তব্য রাখছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ঠিক সেই সময়েই বাঁধে গোল। সংসদে উপস্থিত ২ জন বিরোধী সাংসদ ট্রাম্পের সামনে প্ল্যাকার্ড তুলে ধরেন। যেখানে লেখা ছিল, ‘প্যালেস্টাইনকে স্বীকৃতি দিন’। হঠাৎ এই ঘটনায় অস্বস্তিতে পড়েন ট্রাম্প। স্পিকারের নির্দেশে ওই দুই বাম সাংসদ আয়মেন ওদেহ ও ওফের কাসিফের বিরুদ্ধে তৎক্ষণাৎ পদক্ষেপ করা হয়।
সংসদে প্রবেশ করে নিরাপত্তারক্ষীদের দল। সেখানেই কার্যত ঘাড়ধাক্কা দিতে দিতে তাঁদের বাইরে বের করে আনা হয়। এই গোটা ঘটনা যখন চলছে তখন মঞ্চে দাঁড়িয়েই গোটা ঘটনা উপভোগ করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বিরোধীদের বের করে দেওয়ার পর হাততালি দিয়ে ট্রাম্পকে স্বাগত জানান শাসকদলের সাংসদরা। খোদ স্পিকার এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “যা ঘটল তার জন্য অত্যন্ত দুঃখিত মিঃ প্রেসিডেন্ট।” ট্রাম্প অবশ্য সমস্ত ঘটনা প্রত্যক্ষ করে দারুন খুশি। পালটা স্পিকারকে তিনি বলেন, “বাহ্ অসাধারণ কাজ করেছেন আপনারা।” তাঁর এহেন মন্তব্যে ফের হাততালির ঝড় ওঠে সংসদে। উঠে দাঁড়িয়ে ট্রাম্পকে অভিবাদন জানান সাংসদরা।
এরপর ভাষণ দিতে গিয়ে গাজা শান্তিচুক্তির ঢালাও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে নতুন ভোরের সূচনা হল। এখন আকাশ শান্ত, বন্দুকের আওয়াজ থেমে গিয়েছে। পবিত্র মাটিতে শান্তি এসেছে।” আমেরিকার যে সব প্রশাসনিক কর্তা এই শান্তিচুক্তি কার্যকরে অবদান রেখেছেন তাঁদেরও প্রশংসা করেন ট্রাম্প। অন্যদিকে, শান্তিপ্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের হাতে সোনার পায়রা তুলে দেন নেতানিয়াহু। ইজরায়েলের সংসদে হামাসের হাতে বন্দি ইজরায়েলিদের আত্মীয় ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ট্রাম্প ও নেতানিয়াহু। ইজরায়েল সফর সেরে মিশরে গাজা সংক্রান্ত শান্তি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.