ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে সামান্য ক’জন ইসলাম ধর্মাবলম্বীই রয়েছেন। মন্তব্য নিউ ইয়র্কের মেয়র পদের মনোনীত প্রার্থীর। আর তাঁর এই মন্তব্যই টেনে এনেছে বিতর্ক। ২০০২ সালের দাঙ্গার পর অনেকেই রাজ্য ছেড়েছেন বলে দাবি তাঁর। সুপ্রিম কোর্ট গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী,তথা বর্তমান প্রধানমন্ত্রীকে এই অভিযোগ থেকে রেহাই দিলেও মামদানির মন্তব্য সম্পূর্ণ বিপ্রতীপে। ফলে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।
নিউ ইয়র্কের মেয়র পদের ভোটে মনোনীত হয়েছেন ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে জোহরান মামদানি। এই প্রথম ইসলাম সম্প্রদায়ভুক্ত কোনও ব্যক্তি নিউ ইয়র্ক শহরের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ৫৮.৩ শতাংশ ভোট পেয়ে মেয়র পদের জন্য প্রার্থী মনোনীত হয়েছেন। ৩৩ বছর বয়সি এই প্রার্থীর এই জয় শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন নয়, মুসলিম ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের জন্য এক যুগান্তকারী মাইলফলক। ২০০২ সালের গুজরাট দাঙ্গা নিয়ে সেরাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বলা তাঁর বক্তব্যটি ভাইরাল হয়েছে। এরপরই সমালোচনার মুখে পড়েছেন তিনি। এই অবস্থায় ব্যালটে কী প্রভাব পড়তে চলেছে তা সময়ই বলবে।
কিন্তু বিষয়টা সেখানেই থেমে থাকেনি। একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে আমেরিকার গর্বের ‘স্ট্যাচু অফ লিবার্টি’-কে মুড়ে দেওয়া হয়েছে বোরখায়। ছবিটি আদতে নেট কারিকুরির হলেও ‘মাগা’ গোষ্ঠীর হাতে হাতে ছড়িয়ে পড়েছে ছবিটি। মাগা- অর্থাৎ ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’- অর্থাৎ আমেরিকার নাগরিকদের হাত ধরেই আমেরিকা আবার মহান দেশ হিসাবে মাথা তুলে দাঁড়াবে এই নীতিতে যাঁরা বিশ্বাস করেন তাঁদের সোশাল মিডিয়া ঘুরেই বোরখা ঢাকা স্ট্যাচু অফ লিবার্টি ছড়িয়ে পড়ছে সর্বত্র। একই সঙ্গে মামদানির একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে মামদানিকে কুর্তা পায়জামায় দেখা গিয়েছে। তিনি ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় ‘মাগা’ সমর্থকরা সকলেই ২৪ বছর আগের ৯/১১ মনে করিয়ে দিয়ে আমেরিকার বাসিন্দাদের কাছে আর্জি জানাচ্ছেন আল কায়েদার হামলার কথা যেন কেউ ভুলে না যান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.