Advertisement
Advertisement
Netanyahu

‘জঙ্গিদের পুরস্কৃত করা হল’, প্যালেস্টাইনকে রাষ্ট্র ঘোষণায় ব্রিটেন, কানাডার বিরুদ্ধে ফুঁসছেন নেতানিয়াহু

নেতানিয়াহুর হুঁশিয়ারি, 'প্যালেস্টাইন কখনই রাষ্ট্র হবে না।'

There will be no Palestine State, Netanyahu to UK, Canada, Australia

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:September 22, 2025 10:07 am
  • Updated:September 22, 2025 10:07 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া। এছাড়া ফ্রান্স, বেলজিয়াম-সহ একাধিক দেশ জানিয়ে দিয়েছে তারা প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে। এই ঘটনায় এবার তেলে-বেগুনে জ্বলে উঠলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানালেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাসবাদীদের পুরস্কার দেওয়া হল। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘প্যালেস্টাইন কখনই রাষ্ট্র হবে না।’

Advertisement

বন্ধু দেশগুলি প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর পালটা তোপ দাগেন নেতানিয়াহু। তিনি বলেন, “প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। ইজরায়েল রাষ্ট্রসংঘে এই পক্ষেপের বিরুদ্ধে অবশ্যই প্রতিক্রিয়া দেবে। মন্ত্রিসভার বৈঠকের পর এই বিষয়ে পরবর্তি সিদ্ধান্ত নেওয়া হবে।” এরসঙ্গেই তিনি যোগ করেন, “যারা প্যালেস্টাইনকে মান্যতা দিচ্ছে তারা আসলে সন্ত্রাসবাদীদের পুরস্কার দিচ্ছে। তবে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি প্যালেস্টাইন কখনই রাষ্ট্র হতে পারবে না।”

ইজরায়েল-হামাস সংঘর্ষ কার্যত একতরফা। এখনও হামাসের কাছে কিছু ইজরায়েলি পণবন্দি থাকলেও গাজার বেঞ্জামিন নেতানিয়াহুর সেনার ধ্বংসযজ্ঞের কাছে তা নিতান্ত সামান্য ঘটনা। একটি পরিসংখ্যান বলা হচ্ছে, এখনও পর্যন্ত গাজায় ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ৬৪ হাজার মানুষের। এছাড়াও লক্ষ লক্ষ মানুষে গৃহহীন, দুর্ভিক্ষে মারা যাচ্ছেন অনেকে। এই অবস্থার মধ্যেও বিশ্বের একাধিক দেশ প্যালেস্টাইকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রসংঘের ১৯৩টি দেশের মধ্যে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে ভারত-সহ ১৪৫টি দেশ। সেই তালিকায় এবার যুক্ত হল ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া।

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেন, “মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি। যার অর্থ একটি নিরাপদ এবং সুরক্ষিত ইজরায়েল এবং প্যালেস্টাইন রাষ্ট্র।” স্টারমার যোগ করেন, “শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি স্পষ্টভাবে বলছি, ব্রিটেন আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে।” একইভাবে প্যালেস্টাইনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির কথা জানিয়েছে কানাডা এবং অস্ট্রেলিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ