সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার কোনও রকম কারণ না দর্শিয়েই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরখাস্ত করেছিলেন তাঁকে। এর কয়েক ঘণ্টা পরে রহস্যমৃত্যু রাশিয়ার প্রাক্তন পরিবহণ মন্ত্রী রোমান স্টারোভয়েটের। মস্কোর শহরতলিতে নিজের গাড়ির মধ্যেই তাঁর গুলিবিদ্ধ দেহ মিলেছে। রুশ সংবাদমাধ্যমগুলির অবশ্য দাবি, প্রাক্তন পরিবহণ মন্ত্রী ‘আত্মঘাতী’ হয়েছেন।
এদিন রুশ সরকারের আইন ও তথ্য বিষয়ক পোর্টালে রোমান স্টারোভয়েটের বরখাস্তের বিষয়টি জানানো হয়। যদিও পুতিনের এই নিদানের কারণ জানানো হয়নি সেখানে। উল্লেখ্য, প্রেসিডেন্টের নির্দেশে ২০২৪ সালের মে মাসে পরিবহণ মন্ত্রীর পদে বসেছিলেন স্টারোভয়েট। অর্থাৎ, মোটের উপর বছর খানেক এই দায়িত্বে ছিলেন তিনি। এর আগে পাঁচ বছর ইউক্রেনের সীমান্ত সংলগ্ন কুর্স্ক অঞ্চলের গভর্নর ছিলেন স্টারোভয়েট।
ক্রেমলিন সূত্রে জানা গিয়েছে, নভগারোর অঞ্চলের প্রক্তন গভর্নর আন্দ্রেই নিকিতিনকে রাশিয়ার নতুন পরিবহণ মন্ত্রী করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সরকারি সূত্রে খবর, গত মাসে সেন্ট পিটাসবার্গে ইন্টারন্যাশানাল ইকোনমিক ফোরামের আগেই ঠিক হয়ে গিয়েছিল যে স্টারোভয়েট মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন, তাঁর জায়গায় আসবেন নিকিতিন। কিন্তু গদিচ্যুত হওয়ার পরেই মন্ত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় ‘একনায়ক’ পুতিনের দিকে আঙুল তুলছে বিরোধীরা।
প্রসঙ্গত, গত ১ জুন আকস্মিক হামলা চালিয়ে শক্তিধর রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল ইউক্রেন। বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন স্পাইডার ওয়েব’ চালায় জেলেনস্কির দেশ। যাকে মাকড়সা জালের সঙ্গে তুলনা করা হয়েছিল। ধ্বংস করে দেওয়া হয় রুশ বোমারু বিমান Tu-95, Tu22M3 ও একটি A-50 বিমান। সেই থেকেই ক্ষোভে ফুঁসছিল মস্কো। এই ঘটনায় পুতিনের রোষের মুখে পড়ে রুশ পরিবহণ দপ্তর। যেহেতু ইউক্রেনের ড্রোনগুলি ট্রাকে করে পৌঁছেছিল রাশিয়ার বায়ুসেনা ঘাঁটিতে। মনে করা হচ্ছে, সেই দোষেই গদিচ্যুত হয়েছেন রোমান স্টারোভয়েট। যদিও তাঁর ‘রহস্যমৃত্যু’ নিয়ে নতুন প্রশ্ন উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.