Advertisement
Advertisement
Benjamin Netanyahu

‘পণবন্দিদের বলি দেওয়া হচ্ছে’, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দাবিতে ঘরেই বিক্ষোভের মুখে নেতানিয়াহু

ইজরায়েলজুড়ে বিক্ষোভ শুরু করলেন সেখানকার বাসিন্দারা।

Thousands in Israel call on Benjamin Netanyahu for hostage deal with Hamas
Published by: Amit Kumar Das
  • Posted:August 24, 2025 6:30 pm
  • Updated:August 24, 2025 6:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধে এবার ঘরেই কোণঠাসা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করার দাবিতে গোটা ইজরায়েলজুড়ে বিক্ষোভ শুরু করলেন সেখানকার বাসিন্দারা। পণবন্দিদের যাতে দ্রুত ফেরানোর দাবিতে সরব হয়েছেন ইজরায়েলবাসী। তাঁদের অভিযোগ, নেতানিয়াহুর জেদের কারণে পণবন্দিদের বলি দেওয়া হচ্ছে।

Advertisement

টাইমস অফ ইজরায়েলের রিপোর্ট অনুযায়ী, শনিবার নেতানিয়াহুর বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল বের হয় তেল আবিবের হোস্টেজ স্কোয়ার থেকে। রাজধানীর পাশাপাশি ইজরায়েলের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে যোগ দেন মিছিলে। মিছিলে যোগ দিয়েছিলেন লিরান বারম্যান। তাঁর দুই ভাই বর্তমানে হামাসের হাতে বন্দি। তিনি বলেন, “শান্তি চুক্তির জন্য আলোচনা চলছে। তবে এতে কোনও আশার আলো নেই। এই ধরনের চুক্তি সাময়িক। আমরা চাই স্থায়ী চুক্তি হোক। প্রধানমন্ত্রী নেতানিয়াহু আলোচনা এবং চুক্তির কথা বলছেন ঠিকই, কিন্তু তার আচরণে স্পষ্ট যে তিনি পণবন্দিদের বলি দিতে চান।”

উল্লেখ্য, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছেন তিনি ৫০ জন পণবন্দিকে ফেরানোর জন্য আলোচনার নির্দেশ জারি করেছেন। তবে, এরই মাঝেই গাজায় নতুন করে হামলা শুরু হয়েছে। নেতানিয়াহুর এই আচরণে বিক্ষোভকারীদের ধারনা তিনি কোনও চুক্তিতে আগ্রহী নন। পণবন্দিদের বলি দিতে চাইছেন তিনি। অন্যদিকে গত সপ্তাহে গাজায় সংঘাত প্রসঙ্গে হামাসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছিল। যেখানে হামাস জানায় তারা শান্তি চুক্তিতে সম্মত হয়েছে, যার মাধ্যমে ৬০ দিনের যুদ্ধবিরতিতে ১০ জন জীবিত ও ১৮ পণবন্দির মৃতদেহ ফেরানো হবে। পাশাপাশি শতাধিক প্যালেস্টিনিয়কে মুক্তি দিতে হবে।

এই ভয়াবহতার মাঝেই গাজা দখলের প্রস্তুতি জোরদার করছেন নেতানিয়াহু। ইজরায়েল সেনা জানিয়েছে, তাদের সেনারা ইতিমধ্যেই গাজা শহরের জাইতুন এলাকা-সহ বেশ কয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে এবং আগামী দিনে বড়সড় সামরিক অভিযান শুরু হতে চলেছে। সবমিলিয়ে নরকের রূপ নিয়েছে গোটা গাজা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ