Advertisement
Advertisement
Israel

পরপর বিস্ফোরণে ইজরায়েলে উড়ল ৩টি বাস, পালটা ওয়েস্টব্যাঙ্ক অভিযানের নির্দেশ নেতানিয়াহুর

ইজরায়েলের হামলায় উত্তপ্ত হয়ে রয়েছে ওয়েস্টব্যাঙ্ক।

Three buses explode in Israel, police say'suspected terror attack'
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:February 21, 2025 6:16 pm
  • Updated:February 21, 2025 7:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ইজরায়েলে জঙ্গি হামলা! তেল আভিভে পর পর তিনটি বাস বিস্ফোরণে উড়ে যায়। এই ঘটনাকে জঙ্গি হানা হিসাবেই দেখছে ইজরেয়েলি পুলিশ। এদিকে, এর পালটা ওয়েস্টব্যাঙ্কে সেনা অভিযানের নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে গাজায়। কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে ওয়েস্টব্যাঙ্কও। বন্দুকধারীদের সন্ত্রাসী কার্যকলাপ রুখতে সেখানে হামলা চালাচ্ছে ইজরায়েলি ফৌজ। প্রশ্ন উঠছে, নেতানিয়াহুর নির্দেশের পর এবার গাজার মতোই পরিণতি হবে ওয়েস্টব্যাঙ্কের?  

Advertisement

বিবিসি সূত্রে খবর, গতকাল বৃহস্পতিবার তেল আভিভের দক্ষিণ প্রান্তে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ইজরায়েলি প্রশাসন জানিয়েছে, প্রথমে তিনটি বাস বিস্ফোরকে উড়ে যায়। আরও দুটি বাসেও বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিস্ফোরকগুলো ফাটেনি। তবে ডিপোতে দাঁড়িয়ে থাকা বাসগুলো ফাঁকা থাকায় কোনও প্রাণহানি ঘটেনি। ঘটনাস্থল থেকে মোট চারটি বিস্ফোরক যন্ত্র উদ্ধার হয়েছে।

এক বিবৃতি দিয়ে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, এই ঘটনার তদন্তে পুলিশকে সহযোগিতা করছে ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট। এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। তবে সন্দেহভাজনদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি সকল নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ, আইডিএফ ও শিন বেটের কর্তাদের সঙ্গে আলোচনা করছেন নেতানিয়াহু। ইতিমধ্যে তিনি ওয়েস্টব্যাঙ্কে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইজরায়েলের নজর রয়েছে ওয়েস্টব্যাঙ্কেও। অভিযোগ, জর্ডন নদীর এই পশ্চিম তীরে নতুন করে ঘাঁটি গাড়ছে হামাস জঙ্গিরা। সেখানকার একাধিক শরণার্থী শিবিরে লুকিয়ে ইজরায়েলি সেনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জেহাদিরা। তাই সন্ত্রাসের জাল ছিঁড়তে ওয়েস্টব্যাঙ্কে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। কিন্তু নেতানিয়াহুর নির্দেশের পর এবার পুরোপুরীভাবে গাজার মতোই রক্তক্ষয়ী অভিযান শুরু হবে ওয়েস্টব্যাঙ্কে। ফের গাজার মতোই মৃত্যুমিছিল শুরু হবে। এনিয়ে আশঙ্কার প্রহর গুনছে আন্তর্জাতিক মহল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ