সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানে গিয়ে নিখোঁজ তিন ভারতীয়! জানা গিয়েছে, পাঞ্জাবের এক এজেন্টের সাহায্যে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল তাঁদের। ইরান থেকে অস্ট্রেলিয়া পৌঁছে যাবেন, এমনটাই কথা ছিল। কিন্তু ইরানে পৌঁছতেই তিনজনকে অপহরণ করা হয়। গত ১৭ দিন ধরে তাঁদের খোঁজ মিলছে না বলে খবর।
তেহরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ইরানে যাওয়ার পরেই খোঁজ মিলছে না তিনজনের। তাঁদের পরিবারের সদস্যরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই ইরানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। তিন ভারতীয় নাগরিককে যেন সুস্থভাবে দ্রুত উদ্ধার করা যায়, এই বার্তা দেওয়া হয়েছে ইরানের প্রশাসনকে। তিন ভারতীয়ের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছে তেহরানের ভারতীয় দূতাবাস। তবে এখনও তিন ভারতীয়ের কোনও খোঁজ মেলেনি।
জানা গিয়েছে, গত ১ মে তেহরানে পৌঁছন পাঞ্জাবের বাসিন্দা হুশনপ্রীত সিং, জসপাল সিং এবং অমৃতপাল সিং। পাঞ্জাবেরই এক এজেন্টের সাহায্যে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল তাঁদের। দুবাই-ইরান হয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পরিকল্পনা ছিল। ইরানে থাকার ব্যবস্থা করা হবে বলে আশ্বাসও দিয়েছিল ওই এজেন্ট। কিন্তু ইরানে পৌঁছতেই তিনজনকে অপহরণ করা হয়।
দড়ি দিয়ে তিনজনকে বেঁধে তাঁদের ছবি পাঞ্জাবে থাকা পরিবারের কাছে পাঠায় অপহরণকারীরা। ১ কোটি টাকা মুক্তিপণও দাবি করে তারা। টাকা না পাঠালে খুন করা হবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা। তবে তারপরেও দিনদশেক তিন ভারতীয়র সঙ্গে ফোনে কথা বলতেন তাঁদের পরিবারের সদস্যরা। কিন্তু ১১ মে থেকে সেই যোগাযোগটুকুও ছিন্ন হয়ে যায়। যে এজেন্টের ভরসায় পাড়ি দিয়েছিলেন তিনজন, তিনিও এখন উধাও। ইরানের কোথায় রয়েছেন তিন ভারতীয়, বাড়ছে উদ্বেগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.