Advertisement
Advertisement
Russia-Ukraine war

ইউক্রেনে শান্তি ফেরাতে ইস্তফায় রাজি জেলেনস্কি! যুদ্ধের ৩ বছরে নতুন উদ্যমের বার্তা পুতিনের

ইউক্রেনের উপর তিনবছরের বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

Three years of Russia-Ukraine war, Zelenskyy and Putin reacts
Published by: Anwesha Adhikary
  • Posted:February 24, 2025 1:02 pm
  • Updated:February 24, 2025 1:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের দেশকে ন্যাটো সদস্যপদ পাওয়ানোর জন্য প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতেও রাজি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিনবছর পূর্তিতে এমনটাই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে, তিনবছর কেটে গেলেও আক্রমণাত্মক মেজাজ থেকে পিছু হটছে না রাশিয়া। তিনবছরের বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ।

Advertisement

দীর্ঘদিন ধরে ন্যাটোর সদস্যপদ চেয়েছে ইউক্রেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মোটেও সেই বিষয়টি নিয়ে উৎসাহী নয়। এহেন পরিস্থিতিতে বারবার ট্রাম্পের সঙ্গে দেখা করতে চেয়েছেন জেলেনস্কি। সেই প্রসঙ্গ টেনেই রবিবার অর্থাৎ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিনবছর পূর্তির আগের দিন তিনি বলেন, “যদি ইউক্রেনের জন্য শান্তি চান, তার জন্য যদি আমাকে পদ ছাড়তে হয়, তার জন্যও আমি প্রস্তুত। ন্যাটোর সদস্যপদের বিনিময়ে আমি প্রেসিডেন্ট পদ ছেড়ে দেব। প্রয়োজন পড়লে এক্ষুণি পদত্যাগ করব।”

উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকেই বাকযুদ্ধ শুরু হয়েছে জেলেনস্কির সঙ্গে। দিনকয়েকই জেলেনস্কিকে স্বৈরাচারী বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি রক্তক্ষয়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর জন্যও তিনি জেলেনস্কিকেই দায়ী করেছিলেন। যদিও এই বিষয়গুলি গায়ে মাখেননি বলে জানান ইউক্রেন প্রেসিডেন্ট। বরং দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনকে সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা করুন। সেটাই সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু তাতেও কাজ হয়নি। এহেন পরিস্থিতিতে জেলেনস্কির দাবি, তাঁর পদত্যাগের বিনিময়ে হলেও ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হোক।

অন্যদিকে, যুদ্ধের তিনবছর পূর্তিতে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সেনাবাহিনীর উদ্দেশে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, নতুন অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম দেওয়া হবে সেনাকে। আরও বেশি করে সেনাকে সাহায্য করবে প্রশাসন। বিশেষত ইউক্রেনে যুদ্ধরত সৈনিকদের কুর্নিশ জানিয়ে পুতিন বলেন, ‘রাশিয়ার ভবিষ্যৎকে রক্ষা করছেন আপনারা।’ পুতিনের এমন বার্তার আগেই অবশ্য ইউক্রেনে বড়সড় হামলা চালিয়েছে রাশিয়া। তিনবছরে সবচেয়ে বড় ড্রোন হামলা হয়েছে ইউক্রেনের উপরে। বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে তার জেরে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ