সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শান্তি নয়, হিংসা ছড়াচ্ছেন উনি’৷ এই অভিযোগে, প্যারিস সফরে গিয়ে অভিনব প্রতিবাদের মুখে পড়তে হল ডোনাল্ড ট্রাম্পকে৷ স্লোগান দিতে দিতে অর্ধনগ্ন অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের কনভয়ের পিছনে ছুটলেন এক মহিলা৷ বিক্ষোভ দেখালেন কয়েকশো জনতা৷ বিক্ষোভরত জনতাকে সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে৷ যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি মার্কিন প্রেসিডেন্ট৷
[মেক্সিকো সীমান্তে শরণার্থী রুখতে আরও কঠোর পদক্ষেপ ট্রাম্পের]
জানা গিয়েছে, ওই বিক্ষোভের ডাক দিয়েছিল ‘ফেমেন’ নামে একটি নারীবাদী সংগঠন৷ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্যারিসের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন তাঁরা৷ সেই সমাবেশে নেতৃত্ব দিচ্ছিলেন তাঁদের তিন মহিলা সদস্য৷ রাস্তা দিয়ে ট্রাম্পের কনভয় যাওয়ার সময় তাঁদেরই একজন প্রকাশ্যে নগ্ন হয়ে ওই কনভয়ের পিছন পিছন দৌঁড়াতে থাকেন৷ তাঁর শরীরে লেখা ছিল ‘ফেক পিসমেকার’৷ এই ঘটনায় দুই মহিলাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে পুলিশ৷ কিন্তু এই ঘটনার প্রভাব পড়েছে সমগ্র প্যারিসজুড়েই৷ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সুর চড়িয়ে পথে নেমেছেন অনেকেই৷ তাঁদের অভিযোগ, মুখে শান্তি বার্তা দিলেও আসলে ট্রাম্পই বিশ্বে সবচেয়ে বেশি হিংসা ও অশান্তির সৃষ্টি করছেন৷
[দক্ষিণ চিন সাগর ইস্যুতে বেজিংকে আবারও হুঁশিয়ারি ওয়াশিংটনের]
প্রথম বিশ্বযুদ্ধের একশো বছরের স্মরণসভায় যোগ দিতে প্যারিসে যান মার্কিন প্রেসিডেন্ট৷ উক্ত অনুষ্ঠানে যোগদান করেন বিশ্বের প্রায় ৭০টি দেশের প্রধানরা৷ ওই অনুষ্ঠানে আলোচনার অন্যতম বিষয় ছিল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করা৷ মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও অনুষ্ঠানে যোগ দিতে প্যারিসে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো, ভারতের উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু প্রমুখ। ফ্রান্সের একটি সমাধিস্থলে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি সম্মান জানানোর কথা ছিল ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয়ে যায় তাঁদের সেই কর্মসূচি৷ এরপরেও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের অভিযোগ, প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের অশ্রদ্ধা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.