সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় প্রকাশ্যে ট্রাম্প-ঘনিষ্ঠ দক্ষিণপন্থী নেতা চার্লি কার্ককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার উটার একটি বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য রাখছিলেন। সেই সময় অনুষ্ঠান চলাকালীন তাঁকে লক্ষ্য করে পর পর গুলি ছোড়ে আততায়ীরা। এই হত্যাকাণ্ডের কড়া নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “জঘন্য। আমেরিকার ইতিহাসে এটি অন্যতম কালো অধ্যায়। হামলাকারীদের রেয়াত করা হবে না।”
ট্রাম্পের অন্যতম সহযোগী ছিলেন বছর একত্রিশের কার্ক। আমেরিকার তরুণ ভোটারদের বিপাবলিকান পার্টির দিকে আকৃষ্ট করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন। সম্প্রতি ‘আমেরিকান কামব্যাক ট্যুর’ নামে তিনি একটি কর্মসূচি শুরু করেন। যেখানে তিনি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছিলেন। কর্মসূচির মূল বিষয়টি ছিল দেশের তরুণ ভোটারদের ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির পক্ষে আনা। সেই কর্মসূচির অংশ হিসাবেই তিনি বৃহস্পতিবার উটার ওই বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আততায়ীদের খোঁজে চলছে তল্লাশি।
এই হত্যাকাণ্ডের কড়া নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি তাঁর সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লেখেন, ‘চার্লি একজন মহান ব্যক্তি ছিলেন। সর্বদাই সত্যের পক্ষে থাকতেন। সবাই তাঁকে পছন্দ করতেন। এধরনের জঘন্য ঘটনা আমেরিকার ইতিহাসে একটি অন্যতম কালো অধ্যায় হয়ে রইল। তাঁর হামলাকারীদের ছাড়ব না। পাশাপাশি, দেশে যারা রাজনৈতিক হিংসা ছড়াচ্ছেন তাঁদেরও রেয়াত করা হবে না।’ ট্রাম্পের দাবি, উগ্র বামপন্থীরা আমেরিকায় সন্ত্রাস ছড়াচ্ছে। এটি অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.