Advertisement
Advertisement
Elon Musk

‘হাস্যকর’, মাস্ক নতুন দল গড়তেই কটাক্ষ ট্রাম্পের, বোঝালেন মার্কিন রাজনীতিতে তৃতীয় দলের ‘গুরুত্ব’

মার্কিন প্রেসিডেন্ডকে পালটা কটাক্ষ টেসলা কর্তার।

Trump calls Musk's formation of new party ridiculous

ফাইল ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 7, 2025 9:10 am
  • Updated:July 7, 2025 9:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন রাজনৈতিক দলেন নাম ঘোষণা করতেই একসময়ের ‘বন্ধু’ এলন মাস্ককে বিঁধলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলের নাম ঘোষণা করে আগেই ট্রাম্পকে তোপ দেগেছিলেন মাস্ক। এবার মাস্কের রাজনৈতিক দল ঘোষণা করাকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করে দ্বিদলীয় ব্যবস্থায় তৃতীয় দল এলে কী হতে পারে সেই বিষয়টিও বুঝিয়েছেন ট্রাম্প।

Advertisement

শনিবার ‘আমেরিকা পার্টি’ নামে নতুন দলের নাম ঘোষণা করেন এক সময়ের ট্রাম্পের কাছের বন্ধু তথা টেসলা কর্তা এলন মাস্ক। আর নতুন দলের নাম ঘোষণা করেই ট্রাম্পকে তোগ দেগে তিনি বলেন, “আমেরিকায় একদলীয় ব্যবস্থা চলছে।” সেটা নির্মূল করতেই তিনি নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছেন বলেও উল্লেখ করেন।

মূলত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নিয়েই ট্রাম্প ও মাস্কের সম্পর্কের অবনতি শুরু হয়। এই বিলের মূল উদ্দেশ্যই হল কর ও সরকারের ব্যয় সংকোচ। প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করে এসেছেন মাস্ক। গত সোমবার মার্কিন সেনেটে এই বিল নিয়ে আলোচনা হতেই সুর চড়ান টেসলা কর্তা। তিনি জানান, এই বিল পাশ হলে মার্কিন রাজনীতিতে এক নতুন দল খুলবেন তিনি। তাঁর কথায়, ‘এই বিল পাশ হওয়ার পর দিনই ‘আমেরিকা পার্টি’ তৈরি হবে। যাতে ডেমোক্র্যাট ও রিপাবলিকাবনের বাইরে দেশের মানুষ বিকল্প দলের মাধ্যমে তাঁদের কণ্ঠস্বর খুঁজে পান।’ এই হুশিয়ারির পর শনিবার এই বিলে ট্রাম্প সই করতেই নতুন দলের ঘোষণা করেন মাস্ক।

আর এবার মাস্কের এই পদক্ষপ নিয়ে তাঁকে সতর্ক করলেন মার্কিন প্রেসিড্ন্ট। একসময়ের বন্ধুকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিতে ট্রুথ সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘আমেরিকার রাজনীতিতে তৃতীয় দল তৈরি করা হাস্যকর। রিপাবলিকান পার্টি হিসাবে আমাদের যথেষ্ট সাফল্য রয়েছে। ডেমোক্র্যাটরা পথ হারিয়েছে। আমেরিকায় বরাবর দ্বিদলীয় ব্যবস্থা ছিল। তৃতীয় কোন দল এলে তা কেবল বিভ্রান্তি বাড়ানো ছাড়া আর কিছু নয়।’

ট্রাম্পের হুঁশিয়ারির পর চুপ করে থাকেননি ইলন মাস্কও। ট্রাম্পকে পালটা দিয়ে এক্স হ্যান্ডেল তিনি লিখেছেন, ‘ভয় সবসময় মনকে ধ্বংস করে। ভয় হলো ছোটো মৃত্যু। যা পুরোপুরি বিলুপ্ত করে দেয়।’ ট্রাম্পের এমন বক্তবের পর ‘আমেরিকা পার্টি’র অফিসায়াল এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে। মাস্কের ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়েছে, , ‘জাগরণ হলো একটা বিক্ষেপ। মধ্যম হলো ভবিষ্যৎ। আমেরিকা পার্টি হলো মধ্যম সংখ্যাগরিষ্ঠদের দল।’ অর্থাৎ নতুন রাজনৈতিক দল নিয়ে ভবিষ্যতে আমেরিকার রাজনীতি যে উত্তপ্ত হতে চলেছে মাস্ক ও ট্রাম্পের বাগযুদ্ধের মধ্যেই তা পরিষ্কার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement