সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের গোড়াতেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপর থেকেই ব্রিটিশ নাগরিকত্ব নেওয়ার যেন ঢল নেমেছে মার্কিনদের মধ্যে। পরিসংখ্যান বলছে ২০০৪ সালের রেকর্ড ভেঙে নয়া নজির গড়েছে সেই সংখ্যা। ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তরের তরফে প্রকাশ করা তথ্য তেমনই বলছে।
জানা যাচ্ছে, জানুয়ারি থেকে মার্চের মধ্যে ১ হাজার ৯৩১ জন আমেরিকান আবেদন করেছেন ব্রিটিশ নাগরিকত্বের জন্য। যা আগের ত্রৈমাসিক হিসেবের তুলনায় ১২ শতাংশ বেশি। এবং যে কোনও ত্রৈমাসিকের হিসেবেই সর্বকালের সর্বোচ্চ! অবশ্য ট্রাম্প নতুন করে নির্বাচিত হওয়ার পর থেকেই এই প্রবণতা বাড়তে শুরু করেছিল। গত বছরের এপ্রিল থেকে এবছরের মার্চ পর্যন্ত সব মিলিয়ে ৬ হাজার ৬১৮ জন ব্রিটেনের নাগরিক হতে চেয়েছেন। এক বছরের নিরিখে এটাও সর্বোচ্চ।
গত জানুয়ারিতে দ্বিতীয়বার মসনদে বসেছেন ট্রাম্প। আর বসার পর, এমনকী শপথগ্রহণের আগে থেকেই তাঁকে নানা বিষয়ে গর্জন করতে দেখা গিয়েছে। তারপর ক্ষমতায় বসার পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার মধ্যে অভিবাসীদের দেশে ফেরানো কিংবা শুল্ক নীতির মতো নানা পদক্ষেপ রয়েছে। গত এপ্রিলেই ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার রাজপথে নেমেছিল মানুষের ঢল। নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস থেকে হিউস্টন- সর্বত্রই একই দৃশ্য। হাজার হাজার মানুষ নেমে আসেন পথে। হাতে প্ল্যাকার্ড। মার্কিন মুলুকের ১২০০-র বেশি জায়গায় দেখা গিয়েছিল ‘হ্যান্ডস অফ’ প্রোটেস্ট। সকলেরই দাবি, ”আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার হারাচ্ছি।” তাঁদের গর্জন, ”ট্রাম্প একজন বদ্ধ উন্মাদ। উনি আমাদের বিশ্বব্যাপী মন্দার দিকে ঠেলে দিচ্ছেন।”
পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে হোয়াইট হাউসকে রীতিমতো ট্রাম্পের পক্ষে বিবৃতি দিতে হয়েছিল। যা থেকে পরিষ্কার, আমেরিকায় ট্রাম্পকে ঘিরে কীভাবে উদ্বেগ বাড়ছে। আর এই পরিস্থিতিতেই বহু মার্কিন নাগরিক আমেরিকা ছাড়তে চাইছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.