সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনের বছর মার্কিন মুলুকের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে বিভোর ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার জনতার মাঝে দাঁড়িয়ে অকাতরে পিজ্জা বিলোলেন। শ খানেকের বেশি মানুষ এই ‘উপহার’ পেলেন। একেই বলে ভোট বড় বালাই।
আইওয়ার বেটেনডর্ফের এক বারে বুধবার উপস্থিত ছিলেন ট্রাম্প। আর সেখানেই তাঁকে দেখা গেল এই ‘কীর্তি’ করতে। সেখানে ক্যাথিস ট্রিহাউস পাব অ্যান্ড ইটারিতে প্রচুর সইও দিলেন ট্রাম্প। ডলার বিল, টুপি এমনকী মহিলা সমর্থকের টি শার্টেও স্বাক্ষর করতে দেখা যায় তাঁকে।
এরপর তাঁকে দেখা যায় পিজ্জা বিলি করতে। রীতিমতো প্রশ্ন করছিলেন রিপাবলিকান নেতা, ”আর কার চাই?” জনতার মধ্যে রীতিমতো সাড়া পড়ে যায় একথা শুনে। উপস্থিত জনতা তাঁর নামে জয়ধ্বনি দিতে থাকে। আইওয়ায় এই নিয়ে এবছর ৭ বার এলেন ট্রাম্প। তবে যেখানে অনেক প্রার্থী এসেছেন, তেমন কোনও অনুষ্ঠানে থাকেননি তিনি। তাঁর লক্ষ্যই ছিল, একা একা জনতার ভিড়ে দাঁড়িয়ে ভোটপ্রচার করতে।
আগামী বছর ভোট। তার আগেই যেন বেজে গিয়েছে মার্কিন নির্বাচনের ডঙ্কা। মসনদে ফিরে আসার হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসে হওয়া এক পোলে দেখা গিয়েছে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনিই। তাঁর প্রাপ্ত ভোট ৫৬ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা রামস্বামীর ভোট মাত্র ১০ শতাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.