Advertisement
Advertisement
Donald Trump

ভোট বড় বালাই! জনতার মন জিততে অকাতরে পিজ্জা বিলোলেন ডোনাল্ড ট্রাম্প

মসনদে ফিরে আসতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প।

Trump hands out pizza boxes to crowd during campaign trip। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 21, 2023 1:57 pm
  • Updated:September 21, 2023 1:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনের বছর মার্কিন মুলুকের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে বিভোর ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার জনতার মাঝে দাঁড়িয়ে অকাতরে পিজ্জা বিলোলেন। শ খানেকের বেশি মানুষ এই ‘উপহার’ পেলেন। একেই বলে ভোট বড় বালাই।

Advertisement

আইওয়ার বেটেনডর্ফের এক বারে বুধবার উপস্থিত ছিলেন ট্রাম্প। আর সেখানেই তাঁকে দেখা গেল এই ‘কীর্তি’ করতে। সেখানে ক্যাথিস ট্রিহাউস পাব অ্যান্ড ইটারিতে প্রচুর সইও দিলেন ট্রাম্প। ডলার বিল, টুপি এমনকী মহিলা সমর্থকের টি শার্টেও স্বাক্ষর করতে দেখা যায় তাঁকে।
এরপর তাঁকে দেখা যায় পিজ্জা বিলি করতে। রীতিমতো প্রশ্ন করছিলেন রিপাবলিকান নেতা, ”আর কার চাই?” জনতার মধ্যে রীতিমতো সাড়া পড়ে যায় একথা শুনে। উপস্থিত জনতা তাঁর নামে জয়ধ্বনি দিতে থাকে। আইওয়ায় এই নিয়ে এবছর ৭ বার এলেন ট্রাম্প। তবে যেখানে অনেক প্রার্থী এসেছেন, তেমন কোনও অনুষ্ঠানে থাকেননি তিনি। তাঁর লক্ষ্যই ছিল, একা একা জনতার ভিড়ে দাঁড়িয়ে ভোটপ্রচার করতে।

[আরও পড়ুন: কানাডায় খলিস্তানি ডেরা! ৪৩ জনের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকা প্রকাশ NIA-র]

আগামী বছর ভোট। তার আগেই যেন বেজে গিয়েছে মার্কিন নির্বাচনের ডঙ্কা। মসনদে ফিরে আসার হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসে হওয়া এক পোলে দেখা গিয়েছে রিপাবলিকান প্রার্থীদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনিই। তাঁর প্রাপ্ত ভোট ৫৬ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা রামস্বামীর ভোট মাত্র ১০ শতাংশ।

[আরও পড়ুন: ঠিক যেন থ্রিলার! NIA’র ওয়ান্টেড লিস্ট প্রকাশ হতেই কানাডায় ‘খুন’ খলিস্তানি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ