Advertisement
Advertisement
Trump-Putin meet

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প-পুতিনের বৈঠক! ঘণ্টা তিনেকের আলোচনাতেও মিলল না সমাধান

তিন বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।

Trump-Putin meet ends with no Ukraine ceasefire
Published by: Biswadip Dey
  • Posted:August 16, 2025 9:08 am
  • Updated:August 16, 2025 9:37 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিন ঘণ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘ বৈঠকশেষেও রাশিয়া-ইউক্রেন সংঘাতের জট কাটল না। যদিও মার্কিন প্রেসিডেন্ট বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছেন। ফের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Advertisement

বৈঠকশেষে যৌথ সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, ”বহু বিষয়েই আমরা একমত হয়েছি। তবে সবচেয়ে বেশি যে দুই বিষয়ে আমরা নজর রেখেছিলাম, তার সমাধান মেলেনি। কিন্তু কিছুটা এগনো নিয়েছে। বলা যায়, ততক্ষণ চুক্তি হবে না, যতক্ষণ আমরা ঐক্যমত্যে পৌঁছাই। তবে কয়েকটা বিষয় বাকি আছে। তার মধ্যে কিছু অবশ্যই তাৎপর্যপূর্ণ নয়। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই। আর তার সমাধান হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটা এখনও করতে পারিনি।”

বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্ক-বাণ নিয়ে যে পরিস্থিতি, তাতে যুযুধান দু’পক্ষ ট্রাম্প-পুতিনের এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তা নিয়ে সংশয়ের বিন্দুমাত্র অবকাশ নেই। বৈঠক থেকে বহু দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের আশা ছিল আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের। তার মধ্যে প্রধান অবশ্যই রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধে স্থায়ীভাবে ছেদ টানা। আলাস্কার বৈঠকে যোগ দেওয়ার আগে ট্রাম্প বললেন, ”যুদ্ধ থামা নিয়ে কোনও সিদ্ধান্ত না হলে মোটেই আমার ভালো লাগবে না। আমি চাই, আজই ওরা সংঘর্ষবিরতি ঘোষণা করুক।”

কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। আশ্চর্যজনকভাবে আলাস্কার এই বৈঠকে আমন্ত্রিতই ছিলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট আপত্তি তুলেছে। বিবদমান দু’দেশের মধ্যে যখন যুদ্ধবিরতি নিয়েই আলোচনা, তখন একপক্ষকে অন্ধকারে রেখে কীসের সিদ্ধান্ত হবে? এই প্রশ্ন তুলেছেন অনেকে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ