সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলে চলছে ব্রিকস সামিট। সেখানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সম্মেলন চলাকালীনই বড়সড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দিলেন, ব্রিকসের সঙ্গে যেসমস্ত দেশ জড়িয়ে থাকবে তাদের উপর ১০ শতাংশ অতিরিক্ত কর চাপানো হবে। ব্রিকসকে ‘আমেরিকাবিরোধী’ বলেও তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার বিকেলে ব্রাজিলে পৌঁছন মোদি। রিও ডি জেনেরিও-র গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। রবিবার সেখানে ভাষণ দিতে গিয়ে দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল এবং স্বল্প উন্নত দেশগুলির প্রতি ‘বঞ্চনা’ হচ্ছে বলে আন্তর্জাতিক সম্মেলনে দাবি করেন মোদি। তিনি জানান, গ্লোবাল সাউথের স্বার্থকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। পরে তাঁর বক্তৃতার সারাংশ সমাজমাধ্যমে পোস্ট করে মোদি লেখেন, “গ্লোবাল সাউথকে ছাড়া আন্তর্জাতিক গোষ্ঠীগুলি যেন এমন একটি মোবাইল ফোন, যার সিম আছে কিন্তু নেটওয়ার্ক নেই।”
মোদির এহেন ভাষণের কয়েকঘণ্টার মধ্যেই ব্রিকসের সদস্যদের উপর আছড়ে পড়ে ট্রাম্পের শুল্কবাণ। নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে তিনি লেখেন, ‘ব্রিকসের আমেরিকাবিরোধী নীতির সঙ্গে যে দেশ যুক্ত থাকবে তাদের উপর আরও ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হবে। কোনওভাবেই এই নীতি পালটানো হবে না, কোনও ছাড় দেওয়া হবে না। সকলকে অনেক ধন্যবাদ।’ তবে আমেরিকাবিরোধী নীতি বলতে ঠিক কী, সেই প্রশ্নের জবাব মেলেনি ট্রাম্পের পোস্টে।
উল্লেখ্য, প্রথম থেকেই ব্রিকসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিল ভারত। তবে সাম্প্রতিক অতীতে আমেরিকার সঙ্গেও ভারতের ঘনিষ্ঠতা বেড়েছে। দুই দেশের মধ্যে চলতি সপ্তাহে বাণিজ্যচুক্তি হতে পারে বলেও শোনা গিয়েছিল। তার জেরে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক কিছুটা কমতে পারে বলে আশাবাদী ছিল নয়াদিল্লি। কিন্তু প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে থাকাকালীনই যেভাবে এই মঞ্চকে নিশানা করলেন ট্রাম্প, তাতে প্রশ্ন উঠছে বাণিজ্যচুক্তি এবং শুল্কছাড়ের বিষয়গুলি নিয়ে। ‘বন্ধু’ মোদির দেশের জন্য আলাদা করে কোনও ছাড় থাকবে না সেকথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্প।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.